আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২৬. অধ্যায়ঃ জান্নাত ও জাহান্নামের বর্ণনা

হাদীস নং: ৫৬৪৩
অধ্যায়ঃ জান্নাত ও জাহান্নামের বর্ণনা
পরিচ্ছেদঃ আযাবের ক্ষেত্রে জাহান্নামীদের ব্যবধান ও তাদের মধ্যে সবচেয়ে কম আযাবপ্রাপ্ত ব্যক্তির বর্ণনা
৫৬৪৩. হযরত আবু হুরায়রা (রা) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেন, যখন জাহান্নামীদেরকে জাহান্নামের দিকে হাঁকিয়ে নেওয়া হবে তখন জাহান্নাম তাদেরকে অভ্যর্থনা জানাবে এবং তাদের উপর তাপ ও ফুলিঙ্গ ফেলবে। ফলে কোন হাড়ের উপর কোন মাংস বাকি রাখবে না। সবই পায়ের গোড়ালিতে নামিয়ে দেবে।
(তাবারানী 'আল আওসাতে' ও বায়হাকী মারফু' সূত্রে হাদীসটি বর্ণনা করেছেন। কিন্তু অন্যান্যরা আবু হুরায়র (রা)-এর উপর মাওকূফ রেখে হাদীসটি বর্ণনা করেছেন। এটাই বিশুদ্ধতর।)
كتاب صفة الجنة والنار
فصل فِي تفاوتهم فِي الْعَذَاب وَذكر أهونهم عذَابا
5643- وَعَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ إِن جَهَنَّم لما سيق إِلَيْهَا أَهلهَا
تلقتهم فلفحتهم لفحة فَلم تدع لَحْمًا على عظم إِلَّا ألقته على العرقوب

رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْأَوْسَط وَالْبَيْهَقِيّ مَرْفُوعا وَرَوَاهُ غَيرهمَا مَوْقُوفا عَلَيْهِ وَهُوَ أصح
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ৫৬৪৩ | মুসলিম বাংলা