আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২৬. অধ্যায়ঃ জান্নাত ও জাহান্নামের বর্ণনা

হাদীস নং: ৫৬২৮
অধ্যায়ঃ জান্নাত ও জাহান্নামের বর্ণনা
পরিচ্ছেদ: জাহান্নামীদের দেহাকৃতি বড় হওয়া ও তাদের কুৎসিত হওয়ার বর্ণনা
৫৬২৮. হযরত ইবন আমর (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, কাফেরের জিহবা এক দুই ফরসখ'১ লম্বা করে দেওয়া হবে, মানুষ তা পায়ে মাড়াবে।
(তিরমিযী (র) ফযল ইবন ইয়াযীদের রিওয়ায়েতে আবুল মুখারিকের সূত্রে ইবন আমর (রা) থেকে হাদীসটি বর্ণনা করে বলেন, এ হাদীস আমাদের জানা মতে, কেবল এ সনদেই বর্ণিত। ফযল ইবন ইয়াযীদ কূফার অধিবাসী। একাধিক ইমাম তাঁর থেকে হাদীস বর্ণনা করেছেন। আবুল মুখারিক কোন মশহুর রাবী নন।
[হাফিয (র) বলেনঃ], ফযল ইবন ইয়াযীদ হাদীসটি বর্ণনা করেছেন।)

*এক ফরসখ সোয়া তিন মাইল।
كتاب صفة الجنة والنار
فصل فِي عظم أهل النَّار وقبحهم فِيهَا
5628- وَعَن ابْن عَمْرو رَضِي الله عَنْهُمَا قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم إِن الْكَافِر ليسحب لِسَانه الفرسخ والفرسخين يتوطؤه النَّاس

رَوَاهُ التِّرْمِذِيّ عَن الْفضل بن يزِيد عَن أبي الْمخَارِق عَنهُ وَقَالَ هَذَا حَدِيث إِنَّمَا نعرفه من هَذَا الْوَجْه وَالْفضل بن يزِيد كُوفِي قد روى عَنهُ غير وَاحِد من الْأَئِمَّة وَأَبُو الْمخَارِق لَيْسَ بِمَعْرُوف انْتهى
قَالَ الْحَافِظ رَوَاهُ الْفضل بن يزِيد
tahqiqতাহকীক:তাহকীক চলমান