আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২৬. অধ্যায়ঃ জান্নাত ও জাহান্নামের বর্ণনা

হাদীস নং: ৫৬২৯
অধ্যায়ঃ জান্নাত ও জাহান্নামের বর্ণনা
পরিচ্ছেদ: জাহান্নামীদের দেহাকৃতি বড় হওয়া ও তাদের কুৎসিত হওয়ার বর্ণনা
৫৬২৯. হযরত আবুল আজলান থেকে বর্ণিত। তিনি বলেন, আমি আব্দুল্লাহ ইবন আমর ইবন আস (রা)-কে বলতে শুনেছি, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন কিয়ামতের দিন কাফির তার জিহবাকে দুই ফরসখ পর্যন্ত লম্বা করে দেবে, মানুষ তা পায়ে মাড়াবে।
(বায়হাকী প্রমুখ হাদীসটি উদ্ধৃত করেছেন। এটাই সঠিক।)
"আবুল মুখারিক খ্যাতনামা কোন রাবী নন" তিরমিযীর এ উক্তি সঠিক তাঁর ধারণা প্রসূত। বুখারী 'আল-কুনা' গ্রন্থে বর্ণনা করেছেন যে, তিনিই আবুল আজলান মুহারিবী। হাফিয আবু বকর মারবা বলেন, এ সনদে আলোচ্য হাদীসটি ব্যতীত রাসূলুল্লাহ (ﷺ) থেকে তাঁর অন্য কোন হাদীস নেই।)
كتاب صفة الجنة والنار
فصل فِي عظم أهل النَّار وقبحهم فِيهَا
5629- عَن أبي العجلان قَالَ سَمِعت عبد الله بن عَمْرو بن العَاصِي رَضِي الله عَنْهُمَا قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم إِن الْكَافِر ليجر لِسَانه فرسخين يَوْم الْقِيَامَة يتوطؤه النَّاس

أخرجه الْبَيْهَقِيّ وَغَيره وَهُوَ الصَّوَاب وَقَول التِّرْمِذِيّ أَبُو الْمخَارِق لَيْسَ بِمَعْرُوف وهم إِنَّمَا هُوَ أَبُو العجلان الْمحَاربي ذكره البُخَارِيّ فِي الكنى وَقَالَ أَبُو بكر مربع الْحَافِظ لَيْسَ لَهُ عَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم بِهَذَا الْإِسْنَاد إِلَّا هَذَا الحَدِيث انْتهى
tahqiqতাহকীক:তাহকীক চলমান