আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২৬. অধ্যায়ঃ জান্নাত ও জাহান্নামের বর্ণনা

হাদীস নং: ৫৬২৩
অধ্যায়ঃ জান্নাত ও জাহান্নামের বর্ণনা
পরিচ্ছেদঃ জাহান্নামীদের খাবারের বর্ণনা
৫৬২৩. ইবন আব্বাস (রা) থেকে আল্লাহ্ তা'আলার বাণী: طَعَامًا ذَا غُصَّةٍ "গলায় আটকে যাওয়া খাদ্য" (৭৩ : ১৩) প্রসঙ্গে বর্ণিত। তিনি বলেন, এটা এক প্রকার কাঁটা, যা গলায় আটকায় ভেতরে প্রবেশও করে না এবং বেরও হয় না।।
(হাকিম শাবীব ইবন শায়বার রিওয়ায়েতে ইকরাম সূত্রে ইবন আব্বাস (রা)-এর উপর মাওকুফ রেখে হাদীসটি বর্ণনা করেছেন। হাকিম বলেন, এর সনদ সহীহ।)
كتاب صفة الجنة والنار
فصل فِي طَعَام أهل النَّار
5623- وَعَن ابْن عَبَّاس رَضِي الله عَنْهُمَا فِي قَوْله تَعَالَى طَعَاما ذَا غُصَّة المزمل 31 قَالَ شوك يَأْخُذ بِالْحلقِ لَا يدْخل وَلَا يخرج
رَوَاهُ الْحَاكِم مَوْقُوفا عَن شبيب بن شيبَة عَن عِكْرِمَة عَنهُ وَقَالَ صَحِيح الْإِسْنَاد
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ৫৬২৩ | মুসলিম বাংলা