আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২৬. অধ্যায়ঃ জান্নাত ও জাহান্নামের বর্ণনা

হাদীস নং: ৫৬২৪
অধ্যায়ঃ জান্নাত ও জাহান্নামের বর্ণনা
পরিচ্ছেদ: জাহান্নামীদের দেহাকৃতি বড় হওয়া ও তাদের কুৎসিত হওয়ার বর্ণনা
৫৬২৪. হযরত আব্দুল্লাহ্ ইব্‌ন আমর (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, যদি জাহান্নামী কোন লোককে দুনিয়াতে বের করা হত, তবে তার বীভৎস আকৃতি ও দুর্গন্ধে দুনিয়াবাসীর নির্ঘাত মৃত্যু হত।
রাবী বলেন, তারপর আব্দুল্লাহ্ (ইবন আমর) ভীষণভাবে কাঁদলেন।
(ইবন আবিদ-দুনিয়া মাওকূফ সূত্রে হাদীসটি বর্ণনা করেছেন। এ হাদীসের সনদে ইবন লাহী'আ নামক একজন সন্ধিদ্ধ রাবী রয়েছেন।)
كتاب صفة الجنة والنار
فصل فِي عظم أهل النَّار وقبحهم فِيهَا
5624- عَن عبد الله بن عَمْرو رَضِي الله عَنْهُمَا قَالَ لَو أَن رجلا من أهل النَّار أخرج إِلَى الدُّنْيَا لمات أهل الدُّنْيَا من وَحْشَة منظره ونتن رِيحه قَالَ ثمَّ بَكَى عبد الله بكاء شَدِيدا

رَوَاهُ ابْن أبي الدُّنْيَا مَوْقُوفا وَفِي إِسْنَاده ابْن لَهِيعَة
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ৫৬২৪ | মুসলিম বাংলা