আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২৬. অধ্যায়ঃ জান্নাত ও জাহান্নামের বর্ণনা
হাদীস নং: ৫৬২১
অধ্যায়ঃ জান্নাত ও জাহান্নামের বর্ণনা
পরিচ্ছেদঃ জাহান্নামীদের খাবারের বর্ণনা
৫৬২১. হযরত ইবন আব্বাস (রা) থেকে বর্ণিত আছে যে, নবী (ﷺ) এ আয়াতটি তিলাওয়াত করলেন।
اتَّقُوا اللَّهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ তোমরা আল্লাহকে যথার্থভাবে ভয় কর এবং দেখিও তোমরা আত্মসর্ম্পণকারী না হইয়া মরিও না"। (৩ঃ ১০২)। তারপর রাসূলুল্লাহ (ﷺ) বললেন, যদি যাক্কুমের একটি ফোঁটা দুনিয়াতে পড়ে তবে দুনিয়াবাসীর জন্য তাদের জীবন দুর্বিসহ করে দেব। সুতরাং যাক্কুম যার খাবার হবে তার কী অবস্থা হবে।
(তিরমিযী, নাসাঈ ও ইবন মাজা হাদীসটি বর্ণনা করেছেন। ইবন হিব্বান ও তাঁর 'সহীহ' কিতাবে হাদীসটি বর্ণনা করেছেন। তবে তিনি বলেন, 'সুতরাং তার কী অবস্থা হবে, যার জন্য যাক্কুম ব্যতীত অন্য কোন খাদ্যই থাকবে না। হাকিম ও হাদীসটি বর্ণনা করেছেন। তবে তাতে তিনি বলেনঃ "তারপর তিনি বললেন, সেই সত্তার কসম, যাঁর হাতে আমার প্রাণ রয়েছে। যদি যাকুমের একটি ফোঁটা, পৃথিবীর সমুদ্রসমূহের মধ্যে পড়ে, তবে তার পানি বিনষ্ট করে দেবে। অথবা বলেছেন, পৃথিবীবাসীর জনা তাদের জীবন দুর্বিসহ করে তুলবে। সুতরাং তার অবস্থা কি হবে, যার খাদ্যই হবে যাক্কুম"
[হাকিম (র) বললেনঃ], হাদীসটি বুখারী ও মুসলিমের শর্ত অনুযায়ী সহীহ। তিরমিযী (র) বলেন, হাদীসটি হাসান সহীহ্ এবং হাদীসটি ইবন আব্বাস (রা)-এর উপর মাওকূফ সনদেও বর্ণিত হয়েছে।)
اتَّقُوا اللَّهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ তোমরা আল্লাহকে যথার্থভাবে ভয় কর এবং দেখিও তোমরা আত্মসর্ম্পণকারী না হইয়া মরিও না"। (৩ঃ ১০২)। তারপর রাসূলুল্লাহ (ﷺ) বললেন, যদি যাক্কুমের একটি ফোঁটা দুনিয়াতে পড়ে তবে দুনিয়াবাসীর জন্য তাদের জীবন দুর্বিসহ করে দেব। সুতরাং যাক্কুম যার খাবার হবে তার কী অবস্থা হবে।
(তিরমিযী, নাসাঈ ও ইবন মাজা হাদীসটি বর্ণনা করেছেন। ইবন হিব্বান ও তাঁর 'সহীহ' কিতাবে হাদীসটি বর্ণনা করেছেন। তবে তিনি বলেন, 'সুতরাং তার কী অবস্থা হবে, যার জন্য যাক্কুম ব্যতীত অন্য কোন খাদ্যই থাকবে না। হাকিম ও হাদীসটি বর্ণনা করেছেন। তবে তাতে তিনি বলেনঃ "তারপর তিনি বললেন, সেই সত্তার কসম, যাঁর হাতে আমার প্রাণ রয়েছে। যদি যাকুমের একটি ফোঁটা, পৃথিবীর সমুদ্রসমূহের মধ্যে পড়ে, তবে তার পানি বিনষ্ট করে দেবে। অথবা বলেছেন, পৃথিবীবাসীর জনা তাদের জীবন দুর্বিসহ করে তুলবে। সুতরাং তার অবস্থা কি হবে, যার খাদ্যই হবে যাক্কুম"
[হাকিম (র) বললেনঃ], হাদীসটি বুখারী ও মুসলিমের শর্ত অনুযায়ী সহীহ। তিরমিযী (র) বলেন, হাদীসটি হাসান সহীহ্ এবং হাদীসটি ইবন আব্বাস (রা)-এর উপর মাওকূফ সনদেও বর্ণিত হয়েছে।)
كتاب صفة الجنة والنار
فصل فِي طَعَام أهل النَّار
5621- عَن ابْن عَبَّاس رَضِي الله عَنْهُمَا أَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَرَأَ هَذِه الْآيَة اتَّقوا الله حق تُقَاته وَلَا تموتن إِلَّا وَأَنْتُم مُسلمُونَ آل عمرَان 201 فَقَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم لَو أَن قَطْرَة من الزقوم قطرت فِي دَار الدُّنْيَا لأفسدت على أهل الدُّنْيَا مَعَايشهمْ فَكيف بِمن يكون طَعَامه
رَوَاهُ التِّرْمِذِيّ وَالنَّسَائِيّ وَابْن مَاجَه وَابْن حبَان فِي صَحِيحه إِلَّا أَنه قَالَ
فَكيف بِمن لَيْسَ لَهُ طَعَام غَيره
وَالْحَاكِم إِلَّا أَنه قَالَ فِيهِ فَقَالَ وَالَّذِي نَفسِي بِيَدِهِ لَو أَن قَطْرَة من الزقوم قطرت فِي بحار الأَرْض لأفسدت
أَو قَالَ لأمرت على أهل الأَرْض مَعَايشهمْ فَكيف بِمن يكون طَعَامه
وَقَالَ صَحِيح على شَرطهمَا وَقَالَ التِّرْمِذِيّ حَدِيث حسن صَحِيح وَرُوِيَ مَوْقُوفا على ابْن عَبَّاس
رَوَاهُ التِّرْمِذِيّ وَالنَّسَائِيّ وَابْن مَاجَه وَابْن حبَان فِي صَحِيحه إِلَّا أَنه قَالَ
فَكيف بِمن لَيْسَ لَهُ طَعَام غَيره
وَالْحَاكِم إِلَّا أَنه قَالَ فِيهِ فَقَالَ وَالَّذِي نَفسِي بِيَدِهِ لَو أَن قَطْرَة من الزقوم قطرت فِي بحار الأَرْض لأفسدت
أَو قَالَ لأمرت على أهل الأَرْض مَعَايشهمْ فَكيف بِمن يكون طَعَامه
وَقَالَ صَحِيح على شَرطهمَا وَقَالَ التِّرْمِذِيّ حَدِيث حسن صَحِيح وَرُوِيَ مَوْقُوفا على ابْن عَبَّاس