আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২৬. অধ্যায়ঃ জান্নাত ও জাহান্নামের বর্ণনা

হাদীস নং: ৫৬২০
অধ্যায়ঃ জান্নাত ও জাহান্নামের বর্ণনা
পরিচ্ছেদ: জাহান্নামীদের পানীয়ের বর্ণনা
৫৬২০. হযরত আসমা বিনতে ইয়াযীদ (রা) থেকে বর্ণিত। তিনি রাসূলুল্লাহ্ (ﷺ)-কে বলতে শুনেছেন, যে মদ
পান করে, আল্লাহ্ তা'আলা তার প্রতি চল্লিশ রাত্রি পর্যন্ত সন্তুষ্ট থাকেন না। যদি সে মৃত্যুবরণ করে, তবে
কাফির অবস্থায় মৃত্যুবরণ করে। যদি সে পুনরায় পান করে তখন তাকে 'তীনাতুল খাবাল" থেকে পানি পান করানো আল্লাহ তা'আলার উপর অবধারিত হয়ে যায়। জিজ্ঞেস করা হল, ইয়া রাসূলাল্লাহ! 'তীনাতুল খাবাল' কি? তিনি বললেন, জাহান্নামীদের পুঁজ।
(আহমাদ হাসান সনদে হাদীসটি বর্ণনা করেছেন। ইবন হিব্বান (র) তাঁর 'সহীহ' কিতাবে আব্দুল্লাহ্ ইবন আমর-এর রিওয়ায়েতে এর চেয়ে দীর্ঘাকারে হাদীসটি বর্ণনা করেছেন। তবে তিনি বলেন: "যে চতুর্থবার মদ্য পান করে, তাকে কিয়ামতের দিন 'তীনাতুল খাবাল' থেকে পানি পান করানো অবধারিত হয়ে যায়। সাহাবায়ে কিরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলাল্লাহ্। 'তীনাতুল খাবাল' কি? তিনি বললেন, জাহান্নামীদের দেহ থেকে বিগলিত পদার্থ। মদ্যপান অধ্যায়ে হাদীসটি পূর্বে উল্লেখিত হয়েছে এবং উক্ত অধ্যায়ে আনাস (রা)-এর হাদীসটিও বর্ণিত হয়েছে। "যারা দুনিয়া থেকে মাতাল অবস্থায় বিদায় গ্রহণ করে, সে মাতাল অবস্থায় কবরে প্রবেশ করবে, মাতাল অবস্থায় কবর থেকে পুনরুত্থিত হবে, মাতাল অবস্থায় তাকে জাহান্নামে নিক্ষেপ করার নির্দেশ দেওয়া হবে। জাহান্নামে একটি ঝর্ণা রয়েছে, তা থেকে পুঁজ ও রক্ত প্রবাহিত হয়। যতদিন আকাশমণ্ডলী ও পৃথিবী বাকি থাকবে, ততদিন এটা হবে তাদের খাবার ও পানীয়।")
كتاب صفة الجنة والنار
فصل في شراب أهل النار
5620- وَعَن أَسمَاء بنت يزِيد رَضِي الله عَنْهَا أَنَّهَا سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول من شرب الْخمر لم يرض الله عَنهُ أَرْبَعِينَ لَيْلَة فَإِن مَاتَ مَاتَ كَافِرًا فَإِن عَاد كَانَ حَقًا على الله أَن يسْقِيه من طِينَة الخبال قيل يَا رَسُول الله وَمَا طِينَة الخبال قَالَ صديد أهل النَّار

رَوَاهُ أَحْمد بِإِسْنَاد حسن وَرَوَاهُ ابْن حبَان فِي صَحِيحه من حَدِيث عبد الله بن عَمْرو أطول مِنْهُ إِلَّا أَنه قَالَ من عَاد فِي الرَّابِعَة كَانَ حَقًا على الله أَن يسْقِيه من طِينَة الخبال يَوْم الْقِيَامَة
قَالُوا يَا رَسُول الله وَمَا طِينَة الخبال قَالَ عصارة أهل النَّار
وَتقدم فِي شرب الْخمر وَتقدم أَيْضا فِيهِ حَدِيث أنس من فَارق الدُّنْيَا وَهُوَ سَكرَان دخل الْقَبْر سَكرَان وَبعث من قَبره سَكرَان وَأمر بِهِ إِلَى النَّار سَكرَان فِيهِ عين يجْرِي مِنْهَا الْقَيْح وَالدَّم هُوَ طعامهم وشرابهم مَا دَامَت السَّمَوَات وَالْأَرْض
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ৫৬২০ | মুসলিম বাংলা