আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২৬. অধ্যায়ঃ জান্নাত ও জাহান্নামের বর্ণনা
হাদীস নং: ৫৬১৯
অধ্যায়ঃ জান্নাত ও জাহান্নামের বর্ণনা
পরিচ্ছেদ: জাহান্নামীদের পানীয়ের বর্ণনা
৫৬১৯. হযরত আবূ মূসা (রা) থেকে বর্ণিত। নবী (ﷺ) বলেছেন, তিন শ্রেণীর লোক জান্নাতে প্রবেশ করবে না। (এক) মদ্যপানে অভ্যস্ত লোক, (দুই) আত্মীয়তার বন্ধন ছিন্নকারী, (তিন) যাদুটোনায় বিশ্বাস। যে ব্যক্তি মদ্যপানে অভ্যস্ত অবস্থায় মৃত্যুবরণ করে, আল্লাহ্ তা'আলা তাকে 'নহরে পূতা' থেকে পানি পান করাবেন। জিজ্ঞেস করা হল, নহরে গূতা' কি? তিনি বললেন, ব্যভিচারিণীদের যোনী থেকে প্রবাহিত নদী। তাদের (মদ্যপায়ীদের) যোনী বায়ু জাহান্নামীদেরকে কষ্ট দেবে।
(আহমাদ ও ইবন হিব্বান তাঁর 'সহীহ'-এ কিতাবে হাদীসটি বর্ণনা করেছেন। হাকিম হাদীসটি বর্ণনা করে বলেন, এর সনদ সহীহ্।)
(আহমাদ ও ইবন হিব্বান তাঁর 'সহীহ'-এ কিতাবে হাদীসটি বর্ণনা করেছেন। হাকিম হাদীসটি বর্ণনা করে বলেন, এর সনদ সহীহ্।)
كتاب صفة الجنة والنار
فصل في شراب أهل النار
5619- وَعَن أبي مُوسَى رَضِي الله عَنهُ أَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ ثَلَاثَة لَا يدْخلُونَ الْجنَّة مدمن الْخمر وقاطع الرَّحِم ومصدق بِالسحرِ وَإِن مَاتَ مدمن الْخمر سقَاهُ الله جلّ وَعلا
من نهر الغوطة قيل وَمَا نهر الغوطة قَالَ نهر يجْرِي من فروج المومسات يُؤْذِي أهل النَّار ريح فروجهم
رَوَاهُ أَحْمد وَابْن حبَان فِي صَحِيحه وَالْحَاكِم وَقَالَ صَحِيح الْإِسْنَاد
من نهر الغوطة قيل وَمَا نهر الغوطة قَالَ نهر يجْرِي من فروج المومسات يُؤْذِي أهل النَّار ريح فروجهم
رَوَاهُ أَحْمد وَابْن حبَان فِي صَحِيحه وَالْحَاكِم وَقَالَ صَحِيح الْإِسْنَاد