আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২৬. অধ্যায়ঃ জান্নাত ও জাহান্নামের বর্ণনা
হাদীস নং: ৫৬১৬
অধ্যায়ঃ জান্নাত ও জাহান্নামের বর্ণনা
পরিচ্ছেদ: জাহান্নামীদের পানীয়ের বর্ণনা
৫৬১৬. হযরত আবু উমামা (রা) সূত্রে নবী (ﷺ) থেকে আল্লাহ্ তা'আলার বাণী : وَيُسْقَى مِنْ مَاءٍ صَدِيدٍ يَتَجَرَّعُهُ "তাকে পুঁজের পানি পান করানো হবে, যা সে ঢোক ধরে গিলবে” (১৪ঃ ১৬, ১৭) প্রসঙ্গে বর্ণিত। তিনি বলেন, পুঁজের পানি তার মুখের কাছে নেওয়া হবে, তখন সে এটাকে ঘৃণা করবে। যখন তার মুখের। নিকটে নেওয়া হবে, তখন তা তার চেহারা ঝলসিয়ে দেবে এবং তার মাথার চামড়া খসে পড়বে। তারপর যখন সে তা পান করবে, তখন তার নাড়ি-ভুঁড়ি কেটে দেবে। ফলে নাড়িভূড়ি তার মলদ্বার দিয়ে বের হয়ে যাবে। আল্লাহ্ তা'আলা বলেনঃ وَسُقُوا مَاءً حَمِيمًا فَقَطَّعَ أَمْعَاءَهُمْ "তাদেরকে গরম পানি পান করানো হবে, ফলে তাদের নাড়ি-ভুড়ি কেটে দেবে” (৪৭: ১৫)। তিনি আরও বলেন, وَإِنْ يَسْتَغِيثُوا يُغَاثُوا بِمَاءٍ كَالْمُهْلِ يَشْوِي الْوُجُوهَ بِئْسَ الشَّرَابُ "যদি তারা পানি পান করতে চায়, তবে তাদেরকে তেলের গাদের মত পানি পান করানো হবে, যা তাদের চেহারা ঝলসিয়ে দেবে, বড়ই নিকৃষ্ট পানীয় (১৮: ২৯)।
(আহমাদ ও তিরমিযী হাদীসটি বর্ণনা করেছেন। তিরমিযী (র) বলেন, হাদীসটি গারীব। হাকিম এ হাদীসটি বর্ণনা করে বলেন, হাদীসটি মুসলিমের শর্ত অনুযায়ী সহীহ।)
(আহমাদ ও তিরমিযী হাদীসটি বর্ণনা করেছেন। তিরমিযী (র) বলেন, হাদীসটি গারীব। হাকিম এ হাদীসটি বর্ণনা করে বলেন, হাদীসটি মুসলিমের শর্ত অনুযায়ী সহীহ।)
كتاب صفة الجنة والنار
فصل في شراب أهل النار
5616- وَعَن أبي أُمَامَة رَضِي الله عَنهُ عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم فِي قَوْله تَعَالَى ويسقى من مَاء صديد يتجرعه إِبْرَاهِيم 71 قَالَ يقرب إِلَى فِيهِ فيكرهه فَإِذا أدني مِنْهُ شوى وَجهه وَوَقعت فَرْوَة رَأسه فَإِذا شربه قطع أمعاءه حَتَّى يخرج من دبره قَالَ الله عز وَجل وَسقوا مَاء حميما فَقطع أمعاءهم وَيَقُول وَإِن يستغيثوا يغاثوا بِمَاء كَالْمهْلِ يشوي الْوُجُوه بئس الشَّرَاب الْكَهْف 92
رَوَاهُ أَحْمد وَالتِّرْمِذِيّ وَقَالَ حَدِيث غَرِيب وَالْحَاكِم وَقَالَ صَحِيح على شَرط مُسلم
رَوَاهُ أَحْمد وَالتِّرْمِذِيّ وَقَالَ حَدِيث غَرِيب وَالْحَاكِم وَقَالَ صَحِيح على شَرط مُسلم