আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২৬. অধ্যায়ঃ জান্নাত ও জাহান্নামের বর্ণনা
হাদীস নং: ৫৬১৫
অধ্যায়ঃ জান্নাত ও জাহান্নামের বর্ণনা
পরিচ্ছেদ: জাহান্নামীদের পানীয়ের বর্ণনা
৫৬১৫. হযরত আবূ হুরায়রা (রা) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেন, গরম পানি তাদের মাথার উপর ঢালা হবে। ফলে গরম পানি এভাবে প্রবেশ করবে যে, তাদের প্রত্যেকের পেটে পৌঁছে যাবে এবং তার পেটের সমস্ত নাড়ীভুঁড়ি বের করে দেবে। তখন তার দু'পায়ের তলা দিয়ে বের হয়ে যাবে। এটাই হচ্ছে গলিয়ে দেওয়া। এরপর আবার তা পৃষ্ঠের মত হয়ে যাবে।
(তিরমিযী ও বায়হাকী হাদীসটি বর্ণনা করেছেন। তবে বায়হাকী (র) বলেনঃ "তারপর মাথায় পড়ে এভাবে মাথার ভেতরে প্রবেশ করবে যে, তার পেট পর্যন্ত পৌঁছে যাবে।" উভয়ে হাদীসটি আবূ সামহ্ অর্থাৎ দাররাজের সনদে ইবন জুহায়রা থেকে বর্ণনা করেছেন। তিরমিযী (র) বলেন, হাদীসটি হাসান গরীব সহীহ।
শব্দ বিশ্লেষণঃ উক্ত হাদীসে উল্লেখিত গরম পানি মূলের الحميم এটাই কুরআনে উল্লিখিত হয়েছে। আল্লাহ্ তা'আলা বলেন, (وَسقُوا مَاء حَمِيمًا فَقَطع أمعاءهُمْ তাদেরকে গরম পানি পান করানো হবে, ফলে তাদের নাড়িভূড়ি কেটে ফেলবে।" (৪৭ঃ ১৫) ইবন আব্বাস (রা) প্রমুখ থেকে বর্ণিত আছে যে, 'হামীম' মানে এমন গরম পানি, যা পুড়িয়ে দেয়। যাহহাক (র) বলেন, আল্লাহ্ তা'আলা আকাশমণ্ডলী ও পৃথিবীর সৃষ্টির পর থেকে জাহান্নামী ব্যক্তিকে পান করানো পর্যন্ত 'হামীম'-কে ফুটানো হবে এবং তা তাদের মাথার উপর চালা হবে। কারও মতে, 'হামীম' জাহান্নামীদের চোখের অশ্রু, যা জাহান্নামের হাওযে জমা হবে এবং তা তাদেরকে পান করানো হবে। কেউ কেউ অন্য অভিমতও ব্যক্ত করেছেন।)
(তিরমিযী ও বায়হাকী হাদীসটি বর্ণনা করেছেন। তবে বায়হাকী (র) বলেনঃ "তারপর মাথায় পড়ে এভাবে মাথার ভেতরে প্রবেশ করবে যে, তার পেট পর্যন্ত পৌঁছে যাবে।" উভয়ে হাদীসটি আবূ সামহ্ অর্থাৎ দাররাজের সনদে ইবন জুহায়রা থেকে বর্ণনা করেছেন। তিরমিযী (র) বলেন, হাদীসটি হাসান গরীব সহীহ।
শব্দ বিশ্লেষণঃ উক্ত হাদীসে উল্লেখিত গরম পানি মূলের الحميم এটাই কুরআনে উল্লিখিত হয়েছে। আল্লাহ্ তা'আলা বলেন, (وَسقُوا مَاء حَمِيمًا فَقَطع أمعاءهُمْ তাদেরকে গরম পানি পান করানো হবে, ফলে তাদের নাড়িভূড়ি কেটে ফেলবে।" (৪৭ঃ ১৫) ইবন আব্বাস (রা) প্রমুখ থেকে বর্ণিত আছে যে, 'হামীম' মানে এমন গরম পানি, যা পুড়িয়ে দেয়। যাহহাক (র) বলেন, আল্লাহ্ তা'আলা আকাশমণ্ডলী ও পৃথিবীর সৃষ্টির পর থেকে জাহান্নামী ব্যক্তিকে পান করানো পর্যন্ত 'হামীম'-কে ফুটানো হবে এবং তা তাদের মাথার উপর চালা হবে। কারও মতে, 'হামীম' জাহান্নামীদের চোখের অশ্রু, যা জাহান্নামের হাওযে জমা হবে এবং তা তাদেরকে পান করানো হবে। কেউ কেউ অন্য অভিমতও ব্যক্ত করেছেন।)
كتاب صفة الجنة والنار
فصل في شراب أهل النار
5615- وَعَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ إِن الْحَمِيم ليصب على رؤوسهم فَينفذ الْحَمِيم حَتَّى يخلص إِلَى جَوْفه فيسلت مَا فِي جَوْفه حَتَّى يَمْرُق من قَدَمَيْهِ وَهُوَ الصهر ثمَّ يُعَاد كَمَا كَانَ
رَوَاهُ التِّرْمِذِيّ وَالْبَيْهَقِيّ إِلَّا أَنه قَالَ فيخلص فَينفذ الجمجمة حَتَّى يخلص إِلَى جَوْفه
روياه من طَرِيق أبي السَّمْح وَهُوَ دراج عَن ابْن حجيرة وَقَالَ التِّرْمِذِيّ حَدِيث حسن غَرِيب صَحِيح
الْحَمِيم هُوَ الْمَذْكُور فِي الْقُرْآن فِي قَوْله تَعَالَى وَسقوا مَاء حميما فَقطع أمعاءهم مُحَمَّد 51
وَرُوِيَ عَن ابْن عَبَّاس وَغَيره أَن الْحَمِيم الْحَار الَّذِي يحرق
وَقَالَ الضَّحَّاك الْحَمِيم يغلي مُنْذُ خلق الله السَّمَوَات وَالْأَرْض إِلَى يَوْم يسقونه وَيصب على رؤوسهم
وَقيل هُوَ مَا يجْتَمع من دموع أَعينهم فِي حِيَاض النَّار فيسقونه وَقيل غير ذَلِك
رَوَاهُ التِّرْمِذِيّ وَالْبَيْهَقِيّ إِلَّا أَنه قَالَ فيخلص فَينفذ الجمجمة حَتَّى يخلص إِلَى جَوْفه
روياه من طَرِيق أبي السَّمْح وَهُوَ دراج عَن ابْن حجيرة وَقَالَ التِّرْمِذِيّ حَدِيث حسن غَرِيب صَحِيح
الْحَمِيم هُوَ الْمَذْكُور فِي الْقُرْآن فِي قَوْله تَعَالَى وَسقوا مَاء حميما فَقطع أمعاءهم مُحَمَّد 51
وَرُوِيَ عَن ابْن عَبَّاس وَغَيره أَن الْحَمِيم الْحَار الَّذِي يحرق
وَقَالَ الضَّحَّاك الْحَمِيم يغلي مُنْذُ خلق الله السَّمَوَات وَالْأَرْض إِلَى يَوْم يسقونه وَيصب على رؤوسهم
وَقيل هُوَ مَا يجْتَمع من دموع أَعينهم فِي حِيَاض النَّار فيسقونه وَقيل غير ذَلِك