আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২৬. অধ্যায়ঃ জান্নাত ও জাহান্নামের বর্ণনা
হাদীস নং: ৫৬১৪
অধ্যায়ঃ জান্নাত ও জাহান্নামের বর্ণনা
পরিচ্ছেদ: জাহান্নামীদের পানীয়ের বর্ণনা
৫৬১৪. হযরত আবূ সাঈদ (রা)-এ সূত্রে নবী (ﷺ) থেকে আল্লাহ্ তা'আলার বাণীঃ (كَالْمُهْلِ) "গাদের মত” (৪৪: ৫৫) প্রসঙ্গে বর্ণিত। তিনি বলেন, এটা তেলের গাদের মত। যখন তার মুখের কাছে নেওয়া হবে, তখন তার চেহারার চামড়া তার মধ্যে পড়ে যাবে।
(আহমাদ ও তিরমিযী রিশদীন ইবন সা'দ-এর সনদে আমর ইবন হারিসের সূত্রে দাররাজের মধ্যস্থতায় আবুল হায়সাম থেকে হাদীসটি বর্ণনা করেছেন। তিরমিযী (র) বলেন, আমাদের জানা মতে, হাদীসটি কেবল রিশদীনের রিওয়ায়েতেই বর্ণিত।
[হাফিয (র) বলেনঃ], ইবন হিব্বান (র) তাঁর 'সহীহ' কিতাবে হাদীসটি বর্ণনা করেছেন। হাকিমও ইব্ন ওয়াহাবের রিওয়ায়েতে আমর ইবন হারিস সূত্রে দাররাজ থেকে এ হাদীস বর্ণনা করেছেন। হাকিম (র) বলেন, এর সনদ সহীহ।)
(আহমাদ ও তিরমিযী রিশদীন ইবন সা'দ-এর সনদে আমর ইবন হারিসের সূত্রে দাররাজের মধ্যস্থতায় আবুল হায়সাম থেকে হাদীসটি বর্ণনা করেছেন। তিরমিযী (র) বলেন, আমাদের জানা মতে, হাদীসটি কেবল রিশদীনের রিওয়ায়েতেই বর্ণিত।
[হাফিয (র) বলেনঃ], ইবন হিব্বান (র) তাঁর 'সহীহ' কিতাবে হাদীসটি বর্ণনা করেছেন। হাকিমও ইব্ন ওয়াহাবের রিওয়ায়েতে আমর ইবন হারিস সূত্রে দাররাজ থেকে এ হাদীস বর্ণনা করেছেন। হাকিম (র) বলেন, এর সনদ সহীহ।)
كتاب صفة الجنة والنار
فصل في شراب أهل النار
5614- عَن أبي سعيد رَضِي الله عَنهُ عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم فِي قَوْله كَالْمهْلِ الدُّخان 64 قَالَ كَعَكرِ الزَّيْت فَإِذا قرب إِلَى وَجهه سَقَطت فَرْوَة وَجهه فِيهِ
رَوَاهُ أَحْمد وَالتِّرْمِذِيّ من طَرِيق رشدين بن سعد عَن عَمْرو بن الْحَارِث عَن دراج عَن أبي الْهَيْثَم وَقَالَ التِّرْمِذِيّ لَا نعرفه إِلَّا من حَدِيث رشدين
قَالَ الْحَافِظ قد رَوَاهُ ابْن حبَان فِي صَحِيحه وَالْحَاكِم من حَدِيث ابْن وهب عَن عَمْرو بن الْحَارِث عَن دراج وَقَالَ الْحَاكِم صَحِيح الْإِسْنَاد
رَوَاهُ أَحْمد وَالتِّرْمِذِيّ من طَرِيق رشدين بن سعد عَن عَمْرو بن الْحَارِث عَن دراج عَن أبي الْهَيْثَم وَقَالَ التِّرْمِذِيّ لَا نعرفه إِلَّا من حَدِيث رشدين
قَالَ الْحَافِظ قد رَوَاهُ ابْن حبَان فِي صَحِيحه وَالْحَاكِم من حَدِيث ابْن وهب عَن عَمْرو بن الْحَارِث عَن دراج وَقَالَ الْحَاكِم صَحِيح الْإِسْنَاد