আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২৬. অধ্যায়ঃ জান্নাত ও জাহান্নামের বর্ণনা
হাদীস নং: ৫৬০৯
অধ্যায়ঃ জান্নাত ও জাহান্নামের বর্ণনা
পরিচ্ছেদঃ জাহান্নামের জিঞ্জির ইত্যাদির বর্ণনা
৫৬০৯. হযরত ইবন মাসউদ (রা) থেকে আল্লাহ্ তা'আলার বাণী :وَقُودُهَا النَّاسُ وَالْحِجَارَةُ "জাহান্নামের ইন্ধন হবে মানুষ ও পাথর” (২ঃ ২৪, ৬৬৪ ৬) প্রসঙ্গে বর্ণিত। তিনি বলেন, এটা বারুদের পাথর। যেদিন আল্লাহ্ তা'আলা আকাশমণ্ডলী ও পৃথিবী সৃষ্টি করেছেন, সেদিন তিনি এ পাথর নিকটবর্তী আকাশে সৃষ্টি করেছেন। তিনি কাফিরদের জন্য এটা প্রস্তুত রাখবেন।
(হাকিম মাওকূফ সূত্রে হাদীসটি বর্ণনা করেছেন। তিনি বলেন, হাদীসটি বুখারী ও মুসলিমের শর্ত অনুযায়ী সহীহ।)
(হাকিম মাওকূফ সূত্রে হাদীসটি বর্ণনা করেছেন। তিনি বলেন, হাদীসটি বুখারী ও মুসলিমের শর্ত অনুযায়ী সহীহ।)
كتاب صفة الجنة والنار
فصل فِي سلاسلها وَغير ذَلِك
5609- وَعَن ابْن مَسْعُود رَضِي الله عَنهُ فِي قَوْله تَعَالَى وقودها النَّاس وَالْحِجَارَة قَالَ هِيَ حِجَارَة من كبريت خلقهَا الله يَوْم خلق السَّمَوَات وَالْأَرْض فِي السَّمَاء الدُّنْيَا يعدها للْكَافِرِينَ
رَوَاهُ الْحَاكِم مَوْقُوفا وَقَالَ صَحِيح على شَرط الشَّيْخَيْنِ
رَوَاهُ الْحَاكِم مَوْقُوفا وَقَالَ صَحِيح على شَرط الشَّيْخَيْنِ