আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২৬. অধ্যায়ঃ জান্নাত ও জাহান্নামের বর্ণনা

হাদীস নং: ৫৬০৮
অধ্যায়ঃ জান্নাত ও জাহান্নামের বর্ণনা
পরিচ্ছেদঃ জাহান্নামের জিঞ্জির ইত্যাদির বর্ণনা
৫৬০৮. হযরত মুহাম্মদ ইব্‌ন হাশিম (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, যখন এ আয়াতটি অবতীর্ণ হল:
وَقُودُهَا النَّاسُ والْحِجَارَةُ "এমন অগ্নি, যার ইন্ধন হবে মানুষ ও পাথর" (২ঃ ২৪, ৬৬ঃ ৬)। তখন নবী (ﷺ) আয়াতটি তিলাওয়াত করলেন। এক যুবক তাঁর পার্শ্বে থেকে আয়াতটি শুনে বেহুঁশ হয়ে গেল। রাসূলুল্লাহ্ (ﷺ) যুবকটির প্রতি দয়া পরবশ হয়ে তার মাথা নিজ কোলে রাখলেন। যুবকটি আল্লাহর ইচ্ছায় যতক্ষণ নীরব থাকার, নীরব রইল। এরপর সে তার দু'চোখ খুলল এবং বলল, আপনার প্রতি আমার পিতা-মাতা কুরবান হোক। পাথর কিসের মত? তিনি বললেন, যা তোমার কাছে পৌঁছেছে, তা কি তোমার জন্য যথেষ্ট নয়? উপরন্তু জাহান্নামের একটি পাথর যদি পৃথিবীর সমস্ত পর্বতের উপর রাখা হয়, তবে তার চাপে পর্বতগুলো গলে যাবে। নিশ্চয় জাহান্নামের প্রতিটি মানুষের সাথে একটি পাথর ও একটি শয়তান থাকবে।
(ইবন আবিদ-দুনিয়া আব্দুল্লাহ ইব্‌ন ওয়াযযা সূত্রে হাদীসটি বর্ণনা করেছেন। আব্দুল্লাহ বলেন, 'আবাআ ইব্‌ন কুলায়ব আমাদেরকে মুহাম্মদ ইবন হাশিম থেকে হাদীস বর্ণনা করেছেন। আবু হাতিম বলেন, তিনি সত্যাশ্রয়ী রাবী। তার হাদীসে 'ইনকার' পাওয়া যায়। বুখারী তাকে যাঈফ রাবীগণের মধ্যে উল্লেখ করেছেন।)
كتاب صفة الجنة والنار
فصل فِي سلاسلها وَغير ذَلِك
5608- وَعَن مُحَمَّد بن هَاشم رَضِي الله عَنهُ قَالَ لما نزلت هَذِه الْآيَة نَارا وقودها النَّاس وَالْحِجَارَة الْبَقَرَة 42 وَالتَّحْرِيم 6 قَرَأَهَا النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم فَسَمعَهَا شَاب إِلَى جنبه فَصعِقَ فَجعل رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم رَأسه فِي حجره رَحْمَة لَهُ فَمَكثَ مَا شَاءَ الله أَن يمْكث ثمَّ فتح عَيْنَيْهِ فَقَالَ بِأبي أَنْت وَأمي مثل أَي شَيْء الْحجر قَالَ أما يَكْفِيك مَا أَصَابَك على أَن الْحجر الْوَاحِد مِنْهَا لَو وضع على جبال الدُّنْيَا كلهَا لذابت مِنْهُ وَإِن مَعَ كل إِنْسَان مِنْهُم حجرا وشيطانا

رَوَاهُ ابْن أبي الدُّنْيَا عَن عبد الله بن الوضاح حَدثنَا عباءة بن كُلَيْب عَن مُحَمَّد بن هَاشم وعباءة قَالَ أَبُو حَاتِم صَدُوق فِي حَدِيثه إِنْكَار أخرجه البُخَارِيّ فِي الضُّعَفَاء يحول من هُنَاكَ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ৫৬০৮ | মুসলিম বাংলা