আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২৬. অধ্যায়ঃ জান্নাত ও জাহান্নামের বর্ণনা
হাদীস নং: ৫৬০৭
অধ্যায়ঃ জান্নাত ও জাহান্নামের বর্ণনা
পরিচ্ছেদঃ জাহান্নামের জিঞ্জির ইত্যাদির বর্ণনা
৫৬০৭. আহমাদ ও আবু ইয়া'লার অপর এক রিওয়ায়েতে আছে, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যদি
জাহান্নামের লোহার হাতুড়ি (অন্য অর্থে চাবুক) দিয়ে পর্বতকে আঘাত করা হয়, তবে তা বিক্ষিপ্ত হয়ে যাবে, এরপর আবার তা পূর্বের মত হয়ে যাবে। এ রিওয়ায়েতটি হাকিম ও বর্ণনা করেছেন, তবে তিনি বলেন, "তবে তা বিচূর্ণ হয়ে যাবে এবং ধুলিতে পরিণত হয়ে যাবে।" তিনি বলেন, এর সনদ সহীহ।
জাহান্নামের লোহার হাতুড়ি (অন্য অর্থে চাবুক) দিয়ে পর্বতকে আঘাত করা হয়, তবে তা বিক্ষিপ্ত হয়ে যাবে, এরপর আবার তা পূর্বের মত হয়ে যাবে। এ রিওয়ায়েতটি হাকিম ও বর্ণনা করেছেন, তবে তিনি বলেন, "তবে তা বিচূর্ণ হয়ে যাবে এবং ধুলিতে পরিণত হয়ে যাবে।" তিনি বলেন, এর সনদ সহীহ।
كتاب صفة الجنة والنار
فصل فِي سلاسلها وَغير ذَلِك
5607- وَفِي رِوَايَة لِأَحْمَد وَأبي يعلى قَالَا قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم لَو ضرب الْجَبَل بمقمع من حَدِيد جَهَنَّم لتفتت ثمَّ عَاد
وروى هَذِه الْحَاكِم أَيْضا إِلَّا أَنه قَالَ لتفتت فَصَارَ رَمَادا
وَقَالَ صَحِيح الْإِسْنَاد
وروى هَذِه الْحَاكِم أَيْضا إِلَّا أَنه قَالَ لتفتت فَصَارَ رَمَادا
وَقَالَ صَحِيح الْإِسْنَاد