আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২৬. অধ্যায়ঃ জান্নাত ও জাহান্নামের বর্ণনা
হাদীস নং: ৫৬০৬
অধ্যায়ঃ জান্নাত ও জাহান্নামের বর্ণনা
পরিচ্ছেদঃ জাহান্নামের জিঞ্জির ইত্যাদির বর্ণনা
৫৬০৬. হযরত আবূ সাঈদ খুদরী (রা)-এর সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেন, যদি জাহান্নামের লোহার একটি হাতুড়ি পৃথিবীতে রাখা হয় এবং তজ্জন্য সমগ্র জিন ও মানব জাতি সমবেত হয়, তবুও তারা তা ভূমি থেকে উঠাতে সমর্থ হবে না।
(আহমাদ, আবু ইয়া'লা ও হাকিম হাদীসটি বর্ণনা করেছেন। হাকিম বলেন, এর সনদ সহীহ্।)
(আহমাদ, আবু ইয়া'লা ও হাকিম হাদীসটি বর্ণনা করেছেন। হাকিম বলেন, এর সনদ সহীহ্।)
كتاب صفة الجنة والنار
فصل فِي سلاسلها وَغير ذَلِك
5606- وَعَن أبي سعيد الْخُدْرِيّ رَضِي الله عَنهُ عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ لَو أَن مِقْمَعًا من حَدِيد جَهَنَّم وضع فِي الأَرْض فَاجْتمع لَهُ الثَّقَلَان مَا أَقلوهُ من الأَرْض
رَوَاهُ أَحْمد وَأَبُو يعلى وَالْحَاكِم وَقَالَ صَحِيح الْإِسْنَاد
رَوَاهُ أَحْمد وَأَبُو يعلى وَالْحَاكِم وَقَالَ صَحِيح الْإِسْنَاد