আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২৬. অধ্যায়ঃ জান্নাত ও জাহান্নামের বর্ণনা
হাদীস নং: ৫৬০৫
অধ্যায়ঃ জান্নাত ও জাহান্নামের বর্ণনা
পরিচ্ছেদঃ জাহান্নামের জিঞ্জির ইত্যাদির বর্ণনা
৫৬০৫. হযরত ইয়া'লা ইবন মুনয়া (রা) থেকে বর্ণিত। তিনি হাদীসটি নবী (ﷺ) থেকে বর্ণনা করেছেন। তিনি বলেন, আল্লাহ তা'আলা অন্ধকার কালো একটি মেঘ সৃষ্টি করবেন। এরপর বলা হবে, হে জাহান্নামীগণ, তোমরা কি চাও? তখন তারা সে মেঘটি দেখে দুনিয়ার মেঘের কথা স্মরণ করবে এবং বলবে, হে আমাদের প্রতিপালক! আমরা পানীয় চাই তখন মেঘটি তাদের উপর তৃষ্ণা বর্ষণ করবে, যা তাদের তৃষ্ণার পরিমাণ আরও বৃদ্ধি করবে, জিঞ্জির বর্ষণ করবে, যা তাদের জিঞ্জিরের পরিমাণ বৃদ্ধি করবে এবং জ্বলন্ত অঙ্গার বর্ষণ করবে, যা তাদের উপর ধকধক করে জ্বলবে।
(তাবারানী হাদীসটি বর্ণনা করেছেন এবং ইয়া'লা ইবন মুনয়া (রা)-এর উপর মাওকূফ সনদেও বর্ণিত হয়েছে। এটাই বিশুদ্ধতর। ইয়া'লা ইবন মুনয়া একজন প্রখ্যাত সাহাবী। মুনয়া তাঁর মায়ের নাম। কেউ বলেছেন, তাঁর দাদী বা নানীর নাম। তিনি গাওয়ানের কন্যা এবং উতবা ইব্ন গাওয়ানের বোন। সাধারণত উক্ত সাহাবীকে তাঁর পিতা উমায়্যার দিকে সম্পর্কিত ব্যক্ত করা হয়।)
(তাবারানী হাদীসটি বর্ণনা করেছেন এবং ইয়া'লা ইবন মুনয়া (রা)-এর উপর মাওকূফ সনদেও বর্ণিত হয়েছে। এটাই বিশুদ্ধতর। ইয়া'লা ইবন মুনয়া একজন প্রখ্যাত সাহাবী। মুনয়া তাঁর মায়ের নাম। কেউ বলেছেন, তাঁর দাদী বা নানীর নাম। তিনি গাওয়ানের কন্যা এবং উতবা ইব্ন গাওয়ানের বোন। সাধারণত উক্ত সাহাবীকে তাঁর পিতা উমায়্যার দিকে সম্পর্কিত ব্যক্ত করা হয়।)
كتاب صفة الجنة والنار
فصل فِي سلاسلها وَغير ذَلِك
5605- وَعَن يعلى ابْن منية رفع الحَدِيث إِلَى النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ ينشىء الله سَحَابَة سَوْدَاء مظْلمَة فَيُقَال يَا أهل النَّار أَي شَيْء تطلبون فَيذكرُونَ بهَا سَحَابَة الدُّنْيَا فَيَقُولُونَ يَا رَبنَا الشَّرَاب فتمطرهم أغلالا تزيد فِي أغلالهم وسلاسل تزيد فِي سلاسلهم وجمرا تلتهب عَلَيْهِم
رَوَاهُ الطَّبَرَانِيّ وَقد رُوِيَ مَوْقُوفا عَلَيْهِ وَهُوَ أصح
ويعلى ابْن منية صَحَابِيّ مَشْهُور ومنية أمه وَيُقَال جدته
وَهِي بنت غَزوَان أُخْت عتبَة بن غَزوَان وَكَثِيرًا مَا ينْسب إِلَى أَبِيه أُميَّة
رَوَاهُ الطَّبَرَانِيّ وَقد رُوِيَ مَوْقُوفا عَلَيْهِ وَهُوَ أصح
ويعلى ابْن منية صَحَابِيّ مَشْهُور ومنية أمه وَيُقَال جدته
وَهِي بنت غَزوَان أُخْت عتبَة بن غَزوَان وَكَثِيرًا مَا ينْسب إِلَى أَبِيه أُميَّة