আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২৬. অধ্যায়ঃ জান্নাত ও জাহান্নামের বর্ণনা

হাদীস নং: ৫৬০৪
অধ্যায়ঃ জান্নাত ও জাহান্নামের বর্ণনা
পরিচ্ছেদঃ জাহান্নামের জিঞ্জির ইত্যাদির বর্ণনা
৫৬০৪. হযরত আব্দুল্লাহ্ ইবন আমর (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যদি এরূপ একটি সীমা- এ বলে তিনি 'মাথার খুলির মত' ইশারা করে বুঝালেন- আসমান থেকে পৃথিবীতে ছেড়ে দেওয়া হয়, তবে তা রাত্রের পূর্বেই পৃথিবীতে পৌছে যাবে। অথচ আসমান থেকে পৃথিবী পর্যন্ত পাঁচশ' বছরের দূরত্ব। আর যদি সেই সীসাটি জিঞ্জিরের মাথা থেকে ছেড়ে দেওয়া হয়, তবে তার গোড়ায় পৌঁছার পূর্বে দিবা-রাত্রি চল্লিশ বছর অবধি তার পরিক্রমণ চলতেই থাকবে।
(আহমাদ, তিরমিযী, বায়হাকী সকলেই দাররাজের সনদে ঈসা ইবন হিলাল সিদকীর সূত্রে আব্দুল্লাহ্ ইবন আমর (রা) থেকে হাদীসটি বর্ণনা করেছেন। তিরমিযী বলেন, হাদীসটির সনদ হাসান।)
كتاب صفة الجنة والنار
فصل فِي سلاسلها وَغير ذَلِك
5604- عَن عبد الله بن عَمْرو رَضِي الله عَنْهُمَا قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم لَو أَن رصاصة مثل هَذِه وَأَشَارَ مثل الجمجمة أرْسلت من السَّمَاء إِلَى الأَرْض وَهِي مسيرَة خَمْسمِائَة سنة لبلغت الأَرْض قبل اللَّيْل وَلَو أَنَّهَا أرْسلت من رَأس السلسلة لَسَارَتْ أَرْبَعِينَ خَرِيفًا اللَّيْل وَالنَّهَار قبل أَن تبلغ أَصْلهَا

رَوَاهُ أَحْمد وَالتِّرْمِذِيّ وَالْبَيْهَقِيّ كلهم من طَرِيق دراج عَن عِيسَى بن هِلَال الصَّدَفِي عَنهُ وَقَالَ التِّرْمِذِيّ إِسْنَاده حسن
tahqiqতাহকীক:তাহকীক চলমান