আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২৬. অধ্যায়ঃ জান্নাত ও জাহান্নামের বর্ণনা
হাদীস নং: ৫৬০৩
অধ্যায়ঃ জান্নাত ও জাহান্নামের বর্ণনা
পরিচ্ছেদ: জাহান্নামের গভীরতা ও দূরত্বের বর্ণনা
৫৬০৩. হযরত আবু সাঈদ (রা) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেন, জাহান্নামের শামিয়ানা চারটি প্রাচীরের বেষ্টিত। প্রতিটি প্রাচীরের প্রস্থ হচ্ছে চল্লিশ বছরের দূরত্ব।
(তিরমিযী ও হাকিম হাদীসটি বর্ণনা করেছেন। হাকিম বলেন, এর সদন সহীহ।)
(তিরমিযী ও হাকিম হাদীসটি বর্ণনা করেছেন। হাকিম বলেন, এর সদন সহীহ।)
كتاب صفة الجنة والنار
فصل فِي بعد قعرها
5603- وَعَن أبي سعيد الْخُدْرِيّ رَضِي الله عَنهُ عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ لسرادق النَّار أَرْبَعَة جدر كثف كل جِدَار مسيرَة أَرْبَعِينَ سنة
رَوَاهُ التِّرْمِذِيّ وَالْحَاكِم وَقَالَ صَحِيح الْإِسْنَاد
رَوَاهُ التِّرْمِذِيّ وَالْحَاكِم وَقَالَ صَحِيح الْإِسْنَاد