আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২৬. অধ্যায়ঃ জান্নাত ও জাহান্নামের বর্ণনা
হাদীস নং: ৫৬০২
অধ্যায়ঃ জান্নাত ও জাহান্নামের বর্ণনা
পরিচ্ছেদ: জাহান্নামের গভীরতা ও দূরত্বের বর্ণনা
৫৬০২. হযরত মু'আয ইবন জাবাল (রা) থেকে বর্ণিত আছে যে, তিনি জানাতেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, সেই সত্তার কসম, যাঁর হাতে আমার প্রাণ রয়েছে, জাহান্নামের কিনারা থেকে তার তলদেশে পৌঁছা পর্যন্ত দূরত্ব হচ্ছে এই যে, চর্বি, গোশ্ত ও বাচ্চা সহ সাতটি গর্ভবর্তী উটনীর সমপরিমাণ ওজনের একটি পাথর জাহান্নামের কিনারা থেকে তার তলদেশে পৌঁছা পর্যন্ত সত্তর বছর অবধি নিচে যেতে থাকে।
(তাবারানী হাদীসটি বর্ণনা করেছেন। এ হাদীসের বর্ণনাকারীগণ সহীহ হাদীসের রাবী। তবে মু'আয (রা) থেকে বর্ণনাকারীর নাম অজ্ঞাত।)
(তাবারানী হাদীসটি বর্ণনা করেছেন। এ হাদীসের বর্ণনাকারীগণ সহীহ হাদীসের রাবী। তবে মু'আয (রা) থেকে বর্ণনাকারীর নাম অজ্ঞাত।)
كتاب صفة الجنة والنار
فصل فِي بعد قعرها
5602- وَعَن معَاذ بن جبل رَضِي الله عَنهُ أَنه كَانَ يخبر أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ وَالَّذِي
نَفسِي بِيَدِهِ إِن بعد مَا بَين شَفير النَّار إِلَى أَن يبلغ قعرها لصخرة زنة سبع خلفات بشحومهن ولحومهن وأولادهن يهوي فِيمَا بَين شَفير النَّار إِلَى أَن يبلغ قعرها سبعين خَرِيفًا
رَوَاهُ الطَّبَرَانِيّ وَرُوَاته رُوَاة الصَّحِيح إِلَّا أَن الرَّاوِي عَن معَاذ لم يسم
نَفسِي بِيَدِهِ إِن بعد مَا بَين شَفير النَّار إِلَى أَن يبلغ قعرها لصخرة زنة سبع خلفات بشحومهن ولحومهن وأولادهن يهوي فِيمَا بَين شَفير النَّار إِلَى أَن يبلغ قعرها سبعين خَرِيفًا
رَوَاهُ الطَّبَرَانِيّ وَرُوَاته رُوَاة الصَّحِيح إِلَّا أَن الرَّاوِي عَن معَاذ لم يسم