আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২৬. অধ্যায়ঃ জান্নাত ও জাহান্নামের বর্ণনা
হাদীস নং: ৫৬০১
অধ্যায়ঃ জান্নাত ও জাহান্নামের বর্ণনা
পরিচ্ছেদ: জাহান্নামের গভীরতা ও দূরত্বের বর্ণনা
৫৬০১. হযরত আবু উমামা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ)
বলেছেন, দশাটি গর্ভবর্তী উটনীর সমান ওজনের একটি পাথর যদি জাহান্নামের কিনারা থেকে নিক্ষেপ করা হয়, তবে সত্তর বছরেও তা তার তলদেশে পৌঁছবে না। যার ফলে সে 'গাই' ও 'আসাম' পর্যন্ত পৌঁছতে পারে। জিজ্ঞেস করা হল, 'গাই' ও 'আসাম' কি? তিনি বললেন, জাহান্নামের দু'টি কুয়া। এগুলিতে জাহান্নামীদের পুঁজ প্রবাহিত হয়ে পড়ে।
أَضَاعُوا الصَّلاةَ وَاتَّبَعُوا الشهوات فَسَوْفَ يَلْقَوْنَ غَيّاَ
অর্থঃ তারা সালাত নষ্ট করেছে এবং প্রবৃত্তির অনুসরণ করেছে, সুতরাং তারা অনতিবিলম্বে 'গাই'-এর সম্মুখীন হবে।” (১৯ঃ ৫৯)। এবং আল্লাহ তা'আলার বাণী:
ومَنْ يَفْعَلْ ذٰلِكَ يَلْقَ أَثَاماً এসব কাজ করে সে আসামের সম্মুখীন হবে।" (২৫ঃ ৬৮)।
(তাবারানী ও বায়হাকী মারফু' সূত্রে হাদীসটি বর্ণনা করেছেন এবং অন্যান্যরা আবু উমামা (রা) উপর মাওকুফ রেখে হাদীসটি বর্ণনা করেছেন। এটাই বিশুদ্ধতর।)
বলেছেন, দশাটি গর্ভবর্তী উটনীর সমান ওজনের একটি পাথর যদি জাহান্নামের কিনারা থেকে নিক্ষেপ করা হয়, তবে সত্তর বছরেও তা তার তলদেশে পৌঁছবে না। যার ফলে সে 'গাই' ও 'আসাম' পর্যন্ত পৌঁছতে পারে। জিজ্ঞেস করা হল, 'গাই' ও 'আসাম' কি? তিনি বললেন, জাহান্নামের দু'টি কুয়া। এগুলিতে জাহান্নামীদের পুঁজ প্রবাহিত হয়ে পড়ে।
أَضَاعُوا الصَّلاةَ وَاتَّبَعُوا الشهوات فَسَوْفَ يَلْقَوْنَ غَيّاَ
অর্থঃ তারা সালাত নষ্ট করেছে এবং প্রবৃত্তির অনুসরণ করেছে, সুতরাং তারা অনতিবিলম্বে 'গাই'-এর সম্মুখীন হবে।” (১৯ঃ ৫৯)। এবং আল্লাহ তা'আলার বাণী:
ومَنْ يَفْعَلْ ذٰلِكَ يَلْقَ أَثَاماً এসব কাজ করে সে আসামের সম্মুখীন হবে।" (২৫ঃ ৬৮)।
(তাবারানী ও বায়হাকী মারফু' সূত্রে হাদীসটি বর্ণনা করেছেন এবং অন্যান্যরা আবু উমামা (রা) উপর মাওকুফ রেখে হাদীসটি বর্ণনা করেছেন। এটাই বিশুদ্ধতর।)
كتاب صفة الجنة والنار
فصل فِي بعد قعرها
5601- وَعَن أبي أُمَامَة رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم لَو أَن صَخْرَة وزنت عشر خلفات قذف بهَا من شَفير جَهَنَّم مَا بلغت قعرها سبعين خَرِيفًا حَتَّى تَنْتَهِي إِلَى غي وأثام
قيل وَمَا غي وأثام قَالَ بئران فِي جَهَنَّم يسيل فيهمَا صديد أهل النَّار وهما اللَّتَان ذكرهمَا الله فِي كِتَابه أضاعوا الصَّلَاة وَاتبعُوا الشَّهَوَات فَسَوف يلقون غيا مَرْيَم 95 وَقَوله وَمن يفعل ذَلِك يلق أثاما الْفرْقَان 86
رَوَاهُ الطَّبَرَانِيّ وَالْبَيْهَقِيّ مَرْفُوعا وَرَوَاهُ غَيرهمَا مَوْقُوفا على أبي أُمَامَة وَهُوَ أصح
قيل وَمَا غي وأثام قَالَ بئران فِي جَهَنَّم يسيل فيهمَا صديد أهل النَّار وهما اللَّتَان ذكرهمَا الله فِي كِتَابه أضاعوا الصَّلَاة وَاتبعُوا الشَّهَوَات فَسَوف يلقون غيا مَرْيَم 95 وَقَوله وَمن يفعل ذَلِك يلق أثاما الْفرْقَان 86
رَوَاهُ الطَّبَرَانِيّ وَالْبَيْهَقِيّ مَرْفُوعا وَرَوَاهُ غَيرهمَا مَوْقُوفا على أبي أُمَامَة وَهُوَ أصح