আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২৬. অধ্যায়ঃ জান্নাত ও জাহান্নামের বর্ণনা

হাদীস নং: ৫৫৯৭
অধ্যায়ঃ জান্নাত ও জাহান্নামের বর্ণনা
পরিচ্ছেদ: জাহান্নামের গভীরতা ও দূরত্বের বর্ণনা
৫৫৯৭. তিরমিযী হাসানের সূত্রে বর্ণনা করেছেন। তিনি বলেন, উতবা ইবন গাযওয়ান আমাদের এ মিম্বর অর্থাৎ বসরায় মিম্বরের উপর বসে নবী (ﷺ) থেকে বর্ণনা করে বলেছেন, একটি প্রকাণ্ড পাথর জাহান্নামের কিনারা থেকে নিক্ষেপ করা হবে। সে পাথর সত্তর বছর ধরে তার নিচে যেতে থাকবে, কিন্তু তবুও তার তলায় পৌছবে না। তিনি বলেন, উমর (রা) বলতেন, তোমরা বহুল পরিমাণে জাহান্নামের আলোচনা কর। কেননা, জাহান্নামের তাপ প্রচণ্ড, তার গভীরতা অনেক বেশি এবং তার চাবুক হবে লোহার।
(তিরমিযী (র) বলেন, হাসান উতবা ইবন গাযওয়ান থেকে হাদীস শ্রবণ করেছেন বলে আমাদের জানা নেই। উতবা ইবন গাযওয়ান উমর (রা)-এর আমলে বসরায় এসেছেন। অথচ উমর (রা)-এর খিলাফতের দু'বছর বাকী থাকতে হাসান জন্ম গ্রহণ করেছেন।)
كتاب صفة الجنة والنار
فصل فِي بعد قعرها
5597- وَرَوَاهُ التِّرْمِذِيّ عَن الْحسن قَالَ قَالَ عتبَة بن غَزوَان على منبرنا هَذَا يَعْنِي مِنْبَر الْبَصْرَة عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ إِن الصَّخْرَة الْعَظِيمَة لتلقى من شَفير جَهَنَّم فَتَهْوِي فِيهَا سبعين
عَاما وَمَا تُفْضِي إِلَى قَرَارهَا وَكَانَ عمر يَقُول أَكْثرُوا ذكر النَّار فَإِن حرهَا شَدِيد وَإِن قعرها بعيد وَإِن مقامعها حَدِيد
قَالَ التِّرْمِذِيّ لَا نَعْرِف لِلْحسنِ سَمَاعا من عتبَة بن غَزوَان وَإِنَّمَا قدم عتبَة بن غَزوَان الْبَصْرَة فِي زمن عمر وَولد الْحسن لِسنتَيْنِ بَقِيَتَا من خلَافَة عمر
tahqiqতাহকীক:তাহকীক চলমান