আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২৬. অধ্যায়ঃ জান্নাত ও জাহান্নামের বর্ণনা
হাদীস নং: ৫৫৯৮
অধ্যায়ঃ জান্নাত ও জাহান্নামের বর্ণনা
পরিচ্ছেদ: জাহান্নামের গভীরতা ও দূরত্বের বর্ণনা
৫৫৯৮. হযরত আবু মুসা আশ'আরী (রা) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেন, যদি একটি পাথর জাহান্নামে নিক্ষেপ করা হয়, তবে তার তলায় পৌঁছা পর্যন্ত সত্তর বছর ধরে তার নিচে যেতে থাকবে।
(বাযযার, আবু ইয়া'লা ইবন হিব্বান তাঁর 'সহীহ্' কিতাবে বায়হাকী সকলেই আতা ইবন সাইব-এর সনদে হাদীসটি বর্ণনা করেছেন।)
(বাযযার, আবু ইয়া'লা ইবন হিব্বান তাঁর 'সহীহ্' কিতাবে বায়হাকী সকলেই আতা ইবন সাইব-এর সনদে হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب صفة الجنة والنار
فصل فِي بعد قعرها
5598- وَعَن أبي مُوسَى الْأَشْعَرِيّ رَضِي الله عَنهُ عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ لَو أَن حجرا قذف بِهِ فِي جَهَنَّم لهوى سبعين خَرِيفًا قبل أَن يبلغ قعرها
رَوَاهُ الْبَزَّار وَأَبُو يعلى وَابْن حبَان فِي صَحِيحه وَالْبَيْهَقِيّ كلهم من طَرِيق عَطاء بن السَّائِب
رَوَاهُ الْبَزَّار وَأَبُو يعلى وَابْن حبَان فِي صَحِيحه وَالْبَيْهَقِيّ كلهم من طَرِيق عَطاء بن السَّائِب