আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২৬. অধ্যায়ঃ জান্নাত ও জাহান্নামের বর্ণনা
হাদীস নং: ৫৫৯৬
অধ্যায়ঃ জান্নাত ও জাহান্নামের বর্ণনা
পরিচ্ছেদ: জাহান্নামের গভীরতা ও দূরত্বের বর্ণনা
৫৫৯৬. হযরত খালিদ ইবন উমায়র (র) থেকে বর্ণিত। তিনি বলেন, উতবা ইব্ন গাযওয়ান (রা) খুতবা দানকালে বলেন, আমাদের কাছে বর্ণনা করা হয়েছে যে, জাহান্নামের কিনারা থেকে পাথর নিক্ষেপ করা হবে। সে পাথর সত্তর বছর অবধি তার নিচে যেতে থাকবে, অথচ তার তলা পাবে না। আল্লাহর কসম, সে গভীর জাহান্নাম পূর্ণ করা হবে। তোমরা কি আশ্চর্যবোধ করছ?
(মুসলিম এভাবে হাদীসটি বর্ণনা করেছেন।)
(মুসলিম এভাবে হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب صفة الجنة والنار
فصل فِي بعد قعرها
5596- عَن خَالِد بن عُمَيْر قَالَ خطب عتبَة بن غَزوَان رَضِي الله عَنهُ فَقَالَ إِنَّه ذكر لنا أَن الْحجر يلقى من شَفير جَهَنَّم فَيهْوِي فِيهَا سبعين عَاما مَا يدْرك لَهَا قعرا وَالله لتملأنه أفعجبتم
رَوَاهُ مُسلم هَكَذَا
رَوَاهُ مُسلم هَكَذَا