আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২৬. অধ্যায়ঃ জান্নাত ও জাহান্নামের বর্ণনা
হাদীস নং: ৫৫৯৪
অধ্যায়ঃ জান্নাত ও জাহান্নামের বর্ণনা
পরিচ্ছেদ: জাহান্নামের প্রান্তর ও পর্বতমালার বর্ণনা
৫৫৯৪. হযরত শুফাই ইবন মা-তি'ঈ (র) থেকে বর্ণিত। তিনি বলেন, জাহান্নামে একটি প্রাসাদ রয়েছে, যাকে 'হাওয়া' বলা হয়। কাফিরকে তার উপর থেকে নিক্ষেপ করা হবে। সে তার তলায় পৌছার পূর্বে চল্লিশ বছর অবধি নিচে যেতে থাকবে। আল্লাহ্ তা'আলা বলেন, وَمَنْ يَحْلِلْ عَلَيْهِ غَضَبِي فَقَدْ هَوَى এবং যার উপর আমার ক্রোধ পড়ে, সে ধ্বংসে পতিত হয়"। (২০ঃ ৮১)। জাহান্নামে একটি উপত্যকা রয়েছে, যাকে 'আসাম' বলা হয়। তাতে রয়েছে বহু সাপ ও বিচ্ছু। প্রতিটি সাপের মেরুদণ্ডের হাঁড়ের গিঁট সত্তরটি বিষের মটকার সমান। এবং তন্মধ্যে একটি বিচ্ছু বড় দুধেল খচ্চরের মত। সে মানুষকে দংশন করবে এবং জাহান্নামের প্রচণ্ড উত্তাপ ও সে বিচ্ছুর দংশনের বিষের ব্যাপারে তাকে উদাসীন করবে না। যে বিচ্ছুকে যার জন্য সৃষ্টি করা হয়েছে সে তার জন্য নিযুক্ত থাকবে। জাহান্নামে একটি উপত্যকা রয়েছে, যাকে 'গাই' বলা হয়, তার মধ্য দিয়ে পুঁজ ও রক্ত প্রবাহিত হয় এবং জাহান্নামে সত্তর রকমের রোগ-ব্যাধি রয়েছে। প্রতিটি রোগ জাহান্নামের অংশসমূহের একটি অংশের সমান।
(ইবন আবিদ দুনিয়া শুফাই ইবন মা-তি'ঈ-এর উপর মাওকূফ রেখে হাদীসটি বর্ণনা করেছেন। তাঁর সাহাবী হওয়ার ব্যাপারে দ্বিমত পূর্বে উল্লেখিত হয়েছে।)
(ইবন আবিদ দুনিয়া শুফাই ইবন মা-তি'ঈ-এর উপর মাওকূফ রেখে হাদীসটি বর্ণনা করেছেন। তাঁর সাহাবী হওয়ার ব্যাপারে দ্বিমত পূর্বে উল্লেখিত হয়েছে।)
كتاب صفة الجنة والنار
فصل فِي أَوديتهَا وجبالها
5594- وَعَن شفي بن ماتع قَالَ إِن فِي جَهَنَّم قصرا يُقَال لَهُ هوى يرْمى الْكَافِر من أَعْلَاهُ أَرْبَعِينَ خَرِيفًا قبل أَن يبلغ أَصله قَالَ الله تَعَالَى وَمن يحلل عَلَيْهِ غَضَبي فقد هوى طه 18
وَإِن فِي جَهَنَّم وَاديا يدعى أثاما فِيهِ حيات وعقارب فقار إِحْدَاهُنَّ مِقْدَار سبعين قلَّة سم وَالْعَقْرَب مِنْهُنَّ مثل البغلة الموكفة تلدغ الرجل وَلَا يلهيه مَا يجد من حر جَهَنَّم عَن حموة لدغتها فَهُوَ لمن خلق لَهُ وَإِن فِي جَهَنَّم وَاديا يدعى غيا يسيل قَيْحا ودما وَإِن فِي جَهَنَّم سبعين دَاء كل دَاء مثل جُزْء من أَجزَاء جَهَنَّم
روه ابْن أبي الدُّنْيَا مَوْقُوفا عَلَيْهِ وَفِي صحبته خلاف تقدم
وَإِن فِي جَهَنَّم وَاديا يدعى أثاما فِيهِ حيات وعقارب فقار إِحْدَاهُنَّ مِقْدَار سبعين قلَّة سم وَالْعَقْرَب مِنْهُنَّ مثل البغلة الموكفة تلدغ الرجل وَلَا يلهيه مَا يجد من حر جَهَنَّم عَن حموة لدغتها فَهُوَ لمن خلق لَهُ وَإِن فِي جَهَنَّم وَاديا يدعى غيا يسيل قَيْحا ودما وَإِن فِي جَهَنَّم سبعين دَاء كل دَاء مثل جُزْء من أَجزَاء جَهَنَّم
روه ابْن أبي الدُّنْيَا مَوْقُوفا عَلَيْهِ وَفِي صحبته خلاف تقدم