আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২৬. অধ্যায়ঃ জান্নাত ও জাহান্নামের বর্ণনা
হাদীস নং: ৫৫৯৩
অধ্যায়ঃ জান্নাত ও জাহান্নামের বর্ণনা
পরিচ্ছেদ: জাহান্নামের প্রান্তর ও পর্বতমালার বর্ণনা
৫৫৯৩. হযরত আবু হুরায়রা (রা) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেন, তোমরা 'বিষাদ-কূপ' থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা কর। সাহাবায়ে কিরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলাল্লাহ। 'বিষাদ কুপটা' কি? তিনি বললেন, জাহান্নামের একটি উপত্যকা। জাহান্নাম তা থেকে প্রতিদিন চারশ'বার আশ্রয় প্রার্থনা করে। জিজ্ঞেস হল, ইয়া রাসূলাল্লাহ্। তাতে কে প্রবেশ করবে? তিনি বললেন, রিয়াকার কারীদের আমলের কারণে তাদের জন্য প্রস্তুত রাখা হয়েছে। আল্লাহ্ তা'আলার কাছে ঘৃণ্যতম কারী হচ্ছে তারা, যারা যালিম আমীর অমাত্যদের কাছে যায়।
(ইবন মাজাহ হাদীসটি বর্ণনা করেছেন। হাদীসটির উল্লিখিত ভাষা তাঁরই বর্ণিত। তিরমিযী হাদীসটি বর্ণনা করে বলেন, হাদীসটি গারীব। তাবারানী ইবন আব্বাস (রা)-এর রিওয়ায়েতে নবী (ﷺ) থেকে হাদীসটি বর্ণনা করেছেন। তিনি বলেন, নিশ্চয় জাহান্নামে একটি উপত্যকা রয়েছে। যে, উপত্যকা থেকে জাহান্নাম প্রতিদিন চারশ' বার আশ্রয় প্রার্থনা করে। মুহাম্মদ-এর উম্মতের মধ্যে যারা রিয়াকার, তাদের জন্য এটি প্রস্তুত রাখা হয়েছে।)
(ইবন মাজাহ হাদীসটি বর্ণনা করেছেন। হাদীসটির উল্লিখিত ভাষা তাঁরই বর্ণিত। তিরমিযী হাদীসটি বর্ণনা করে বলেন, হাদীসটি গারীব। তাবারানী ইবন আব্বাস (রা)-এর রিওয়ায়েতে নবী (ﷺ) থেকে হাদীসটি বর্ণনা করেছেন। তিনি বলেন, নিশ্চয় জাহান্নামে একটি উপত্যকা রয়েছে। যে, উপত্যকা থেকে জাহান্নাম প্রতিদিন চারশ' বার আশ্রয় প্রার্থনা করে। মুহাম্মদ-এর উম্মতের মধ্যে যারা রিয়াকার, তাদের জন্য এটি প্রস্তুত রাখা হয়েছে।)
كتاب صفة الجنة والنار
فصل فِي أَوديتهَا وجبالها
5593- وَرُوِيَ عَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ تعوذوا بِاللَّه من جب الْحزن
قَالُوا يَا رَسُول الله وَمَا جب الْحزن قَالَ وَاد فِي جَهَنَّم تتعوذ مِنْهُ جَهَنَّم كل يَوْم أَرْبَعمِائَة مرّة
قيل يَا رَسُول الله من يدْخلهُ قَالَ أعد للقراء المرائين بأعمالهم وَإِن من أبْغض الْقُرَّاء إِلَى الله الَّذين يزورون الْأُمَرَاء الجورة
رَوَاهُ ابْن مَاجَه وَاللَّفْظ لَهُ وَالتِّرْمِذِيّ وَقَالَ حَدِيث غَرِيب رَوَاهُ الطَّبَرَانِيّ من حَدِيث ابْن عَبَّاس عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ إِن فِي جَهَنَّم لواديا تستعيذ جَهَنَّم من ذَلِك الْوَادي كل يَوْم أَرْبَعمِائَة مرّة أعد للمرائين من أمة مُحَمَّد صلى الله عَلَيْهِ وَسلم
قَالُوا يَا رَسُول الله وَمَا جب الْحزن قَالَ وَاد فِي جَهَنَّم تتعوذ مِنْهُ جَهَنَّم كل يَوْم أَرْبَعمِائَة مرّة
قيل يَا رَسُول الله من يدْخلهُ قَالَ أعد للقراء المرائين بأعمالهم وَإِن من أبْغض الْقُرَّاء إِلَى الله الَّذين يزورون الْأُمَرَاء الجورة
رَوَاهُ ابْن مَاجَه وَاللَّفْظ لَهُ وَالتِّرْمِذِيّ وَقَالَ حَدِيث غَرِيب رَوَاهُ الطَّبَرَانِيّ من حَدِيث ابْن عَبَّاس عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ إِن فِي جَهَنَّم لواديا تستعيذ جَهَنَّم من ذَلِك الْوَادي كل يَوْم أَرْبَعمِائَة مرّة أعد للمرائين من أمة مُحَمَّد صلى الله عَلَيْهِ وَسلم