আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২৬. অধ্যায়ঃ জান্নাত ও জাহান্নামের বর্ণনা

হাদীস নং: ৫৫৯২
অধ্যায়ঃ জান্নাত ও জাহান্নামের বর্ণনা
পরিচ্ছেদ: জাহান্নামের প্রান্তর ও পর্বতমালার বর্ণনা
৫৫৯২. হযরত আলী (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তোমরা 'জুব্বিল হাযন' (বিষাদকূপ) অথবা 'ওয়াদি আল হুযন' থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা কর। জিজ্ঞেস করা হল, ইয়া রাসুলাল্লাহ। ‘জুব্বিল হুযন' অথবা 'ওয়াদি আল হাযন' কি? তিনি বললেন, জাহান্নামের একটি উপতাকা। জাহান্নাম তা থেকে প্রতিদিন সত্তর বার আশ্রয় কামনা করে। আল্লাহ্ তা'আলা রিয়াকার বা লোক দেখানো কারীদের জন্য এটা প্রস্তুত রেখেছেন।
(বাইহাকী হাসান সনদে হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب صفة الجنة والنار
فصل فِي أَوديتهَا وجبالها
5592- وَعَن عَليّ رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم تعوذوا بِاللَّه من جب الْحزن أَو وَادي الْحزن قيل يَا رَسُول الله وَمَا جب الْحزن أَو وَادي الْحزن قَالَ وَاد فِي جَهَنَّم تتعوذ مِنْهُ جَهَنَّم كل يَوْم سبعين مرّة أعده الله للقراء المرائين

رَوَاهُ الْبَيْهَقِيّ بِإِسْنَاد حسن
tahqiqতাহকীক:তাহকীক চলমান