আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২৬. অধ্যায়ঃ জান্নাত ও জাহান্নামের বর্ণনা
হাদীস নং: ৫৫৯১
অধ্যায়ঃ জান্নাত ও জাহান্নামের বর্ণনা
পরিচ্ছেদ: জাহান্নামের প্রান্তর ও পর্বতমালার বর্ণনা
৫৫৯১. হযরত আনাস ইবন মালিক (রা) থেকে আল্লাহ তা'আলার বাণীঃ (وَجَعَلْنَا بَيْنَهُمْ مَوْبقًا) ‘‘এবং আমি তাদের মধ্যে অন্তরাল সৃষ্টি করে দেব।" (১৮:৫২) প্রসঙ্গে বর্ণিত। তিনি বলেন, "মাওবিক" হচ্ছে পুজ ও রক্তের একটি উপত্যকা।
(বায়হাকী প্রমুখ ইয়াযীদ ইবন দিরহামের সনদে হাদীসটি বর্ণনা করেছেন। তিনি একজন বিতর্কিত রাবী।)
(বায়হাকী প্রমুখ ইয়াযীদ ইবন দিরহামের সনদে হাদীসটি বর্ণনা করেছেন। তিনি একজন বিতর্কিত রাবী।)
كتاب صفة الجنة والنار
فصل فِي أَوديتهَا وجبالها
5591- وَعَن أنس بن مَالك رَضِي الله عَنهُ فِي قَوْله وَجَعَلنَا بَينهم موبقا الْكَهْف 35 قَالَ وَاد من قيح وَدم
رَوَاهُ الْبَيْهَقِيّ وَغَيره من طَرِيق يزِيد بن دِرْهَم وَهُوَ مُخْتَلف فِيهِ
رَوَاهُ الْبَيْهَقِيّ وَغَيره من طَرِيق يزِيد بن دِرْهَم وَهُوَ مُخْتَلف فِيهِ