আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২৬. অধ্যায়ঃ জান্নাত ও জাহান্নামের বর্ণনা

হাদীস নং: ৫৫৯০
অধ্যায়ঃ জান্নাত ও জাহান্নামের বর্ণনা
পরিচ্ছেদ: জাহান্নামের প্রান্তর ও পর্বতমালার বর্ণনা
৫৫৯০. বায়হাকীর অপর এক রিওয়ায়েতে আছে, তিনি বলেন, 'গাই' হচ্ছে জাহান্নামের একটি নদী, যার গভীরতা বেশি এবং এর পানি বিস্বাদ।
যদি 'ইনকি'তা' না থাকত তবে রেওয়ায়েতটির সনদ উৎকৃষ্ট বলে বিবেচিত হত।
كتاب صفة الجنة والنار
فصل فِي أَوديتهَا وجبالها
5590- وَفِي رِوَايَة للبيهقي قَالَ نهر فِي جَهَنَّم بعيد القعر خَبِيث الطّعْم
وَإسْنَاد هَذِه جيد لَوْلَا الِانْقِطَاع
tahqiqতাহকীক:তাহকীক চলমান