আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২৬. অধ্যায়ঃ জান্নাত ও জাহান্নামের বর্ণনা
হাদীস নং: ৫৫৮৯
অধ্যায়ঃ জান্নাত ও জাহান্নামের বর্ণনা
পরিচ্ছেদ: জাহান্নামের প্রান্তর ও পর্বতমালার বর্ণনা
৫৫৮৯. হযরত ইবন মাসউদ (রা) থেকে (فَسَوْفَ يَلْقَوْنَ غَيًا) "তারা অনতিবিলম্বে 'গাই'-এর সম্মুখীন হবে"। (১৯ঃ ৫৯) প্রসঙ্গে বর্ণিত। তিনি বলেন, 'গাই' হচ্ছে জাহান্নামের একটি উপত্যকা। যারা প্রবৃত্তির অনুসরণ করে তাদেরকে তাতে নিক্ষেপ করা হবে।
(তাবারানী ও বায়হাকী আবু উবায়দার রিওয়ায়েতে তাঁর পিতা আব্দুল্লাহ্ ইবন মাসউদ (রা) থেকে হাদীসটি বর্ণনা করেছেন। তবে তিনি পিতার নিকট থেকে হাদীস শ্রবণ করেননি। এ হাদীসের কোন কোন সনদের রাবীগণ নির্ভরযোগ্য।)
(তাবারানী ও বায়হাকী আবু উবায়দার রিওয়ায়েতে তাঁর পিতা আব্দুল্লাহ্ ইবন মাসউদ (রা) থেকে হাদীসটি বর্ণনা করেছেন। তবে তিনি পিতার নিকট থেকে হাদীস শ্রবণ করেননি। এ হাদীসের কোন কোন সনদের রাবীগণ নির্ভরযোগ্য।)
كتاب صفة الجنة والنار
فصل فِي أَوديتهَا وجبالها
5589- وَعَن ابْن مَسْعُود رَضِي الله عَنهُ فَسَوف يلقون غيا مَرْيَم 36
قَالَ الْحَافِظ رَوَاهُ الْحَاكِم مَرْفُوعا كَمَا تقدم من حَدِيث عَمْرو بن الْحَارِث قَالَ وَاد فِي جَهَنَّم يقذف فِيهِ الَّذين يتبعُون الشَّهَوَات
رَوَاهُ الطَّبَرَانِيّ وَالْبَيْهَقِيّ من رِوَايَة أبي عُبَيْدَة عَن أَبِيه عبد الله بن مَسْعُود وَلم يسمع مِنْهُ ورواة بعض طرقه ثِقَات
قَالَ الْحَافِظ رَوَاهُ الْحَاكِم مَرْفُوعا كَمَا تقدم من حَدِيث عَمْرو بن الْحَارِث قَالَ وَاد فِي جَهَنَّم يقذف فِيهِ الَّذين يتبعُون الشَّهَوَات
رَوَاهُ الطَّبَرَانِيّ وَالْبَيْهَقِيّ من رِوَايَة أبي عُبَيْدَة عَن أَبِيه عبد الله بن مَسْعُود وَلم يسمع مِنْهُ ورواة بعض طرقه ثِقَات