আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২৬. অধ্যায়ঃ জান্নাত ও জাহান্নামের বর্ণনা
হাদীস নং: ৫৫৮৮
অধ্যায়ঃ জান্নাত ও জাহান্নামের বর্ণনা
পরিচ্ছেদ: জাহান্নামের প্রান্তর ও পর্বতমালার বর্ণনা
৫৫৮৮. তাঁরই সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত। তিনি আল্লাহ তাআলার বাণী: (سَأَرْهِقَهُ صَعُودًا) অনতিবিলম্বে আমি তাকে জাহান্নামের পর্বতে আরোহণ করাব। (৭৪: ১৭) প্রসঙ্গে বলেন, সাউদ একটি আগুনের পর্বত। জাহান্নামীকে তাতে আরোহণে বাধ্য করা হবে। যখন সে তাতে তার হাত রাখবে তখন গলে যাবে। যখন হাত তুলে ফেলবে, তখন আবার পূর্বের মত হয়ে যাবে। যখন তার উপর তার পা রাখবে, তখন গলে যাবে। যখন পা তুলে ফেলবে তখন আবার তা পূর্বের মত হয়ে যাবে। সে সত্তর বছর উপরে আরোহণ করবে। তারপর। তদ্রূপ (সত্তর বছর) নিচে যেতে থাকবে।
(আহমাদ ও হাকিম দাররাজের রিওয়ায়েতেই হাদীসটি বর্ণনা করেছেন। হাকিম বলেন, এর সনদ সহীহ। তিরমিযী ইবন লাহী আর সনদে দাররাজ থেকে সংক্ষিপ্তাকারে এ হাদীস বর্ণনা করেছেন। তিনি বলেন, সাউদ একটি আগুনের পর্বত। কাফির তার উপর সত্তর বছর অবধি আরোহণ করতে থাকবে এবং তদ্রূপ সত্তর বছর অবধি তার নিচে যেতে থাকবে সর্বদা।
তিরমিযী (র) বলেন, হাদীসটি গারীব। আমাদের জানা মতে, হাদীসটি কেবল ইবন লাহীআর রিওয়ায়েতেই মারফু' সূত্রে বর্ণিত।
[হাফিয (র) বলেন], পূর্বে বলা হয়েছে যে, হাকিম আমর ইবন হারিস-এর রিওয়ায়েতে দাররাজের সূত্রে আবুল হায়সাম এর মধ্যস্থতায় আবু সাঈদ (রা) থেকে মারফু' সনদে হাদীসটি বর্ণনা করেছেন। বায়হাকী শারীফের রিওয়ায়েতে আম্মার দুহনীর সূত্রে আতিয়্যা আওফীর মধ্যস্থতায় আবু সাঈদ (রা) থেকে মারফু' সনসেই হাদীসটি বর্ণনা করেছেন এবং ইসরাঈল ও সুফিয়ান উভয়ের রিওয়ায়েতে আম্মারের সূত্রে আতিয়্যার মধ্যস্থতায় আবু সাঈদ (রা) থেকে কিছু বেশি মন্তব্য সহকারে মাওকুফ সনদে এরূপ হাদীস বর্ণনা করেছেন।)
(আহমাদ ও হাকিম দাররাজের রিওয়ায়েতেই হাদীসটি বর্ণনা করেছেন। হাকিম বলেন, এর সনদ সহীহ। তিরমিযী ইবন লাহী আর সনদে দাররাজ থেকে সংক্ষিপ্তাকারে এ হাদীস বর্ণনা করেছেন। তিনি বলেন, সাউদ একটি আগুনের পর্বত। কাফির তার উপর সত্তর বছর অবধি আরোহণ করতে থাকবে এবং তদ্রূপ সত্তর বছর অবধি তার নিচে যেতে থাকবে সর্বদা।
তিরমিযী (র) বলেন, হাদীসটি গারীব। আমাদের জানা মতে, হাদীসটি কেবল ইবন লাহীআর রিওয়ায়েতেই মারফু' সূত্রে বর্ণিত।
[হাফিয (র) বলেন], পূর্বে বলা হয়েছে যে, হাকিম আমর ইবন হারিস-এর রিওয়ায়েতে দাররাজের সূত্রে আবুল হায়সাম এর মধ্যস্থতায় আবু সাঈদ (রা) থেকে মারফু' সনদে হাদীসটি বর্ণনা করেছেন। বায়হাকী শারীফের রিওয়ায়েতে আম্মার দুহনীর সূত্রে আতিয়্যা আওফীর মধ্যস্থতায় আবু সাঈদ (রা) থেকে মারফু' সনসেই হাদীসটি বর্ণনা করেছেন এবং ইসরাঈল ও সুফিয়ান উভয়ের রিওয়ায়েতে আম্মারের সূত্রে আতিয়্যার মধ্যস্থতায় আবু সাঈদ (রা) থেকে কিছু বেশি মন্তব্য সহকারে মাওকুফ সনদে এরূপ হাদীস বর্ণনা করেছেন।)
كتاب صفة الجنة والنار
فصل فِي أَوديتهَا وجبالها
5588- وَعنهُ رَضِي الله عَنهُ عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ فِي قَوْله سَأُرْهِقُهُ صعُودًا المدثر 71 قَالَ جبل من نَار يُكَلف أَن يَصْعَدهُ فَإِذا وضع يَده عَلَيْهِ ذَابَتْ فَإِذا رَفعهَا عَادَتْ وَإِذا وضع رجله عَلَيْهِ ذَابَتْ فَإِذا رَفعهَا عَادَتْ يصعد سبعين خَرِيفًا ثمَّ يهوي كَذَلِك
رَوَاهُ أَحْمد وَالْحَاكِم من طَرِيق دراج أَيْضا وَقَالَ صَحِيح الْإِسْنَاد وَرَوَاهُ التِّرْمِذِيّ من طَرِيق ابْن لَهِيعَة عَن دراج مُخْتَصرا قَالَ الصعُود جبل من نَار يتَصَعَّد فِيهِ الْكَافِر سبعين خَرِيفًا ويهوي بِهِ كَذَلِك أبدا
وَقَالَ غَرِيب لَا نعرفه مَرْفُوعا إِلَّا من حَدِيث ابْن لَهِيعَة
عَن دراج عَن أبي الْهَيْثَم عَنهُ وَرَوَاهُ الْبَيْهَقِيّ عَن شريك عَن عمار الدهني عَن عَطِيَّة الْعَوْفِيّ عَنهُ مَرْفُوعا أَيْضا وَمن حَدِيث إِسْرَائِيل وسُفْيَان كِلَاهُمَا عَن عمار عَن عَطِيَّة عَنهُ مَوْقُوفا بِنَحْوِهِ بِزِيَادَة
رَوَاهُ أَحْمد وَالْحَاكِم من طَرِيق دراج أَيْضا وَقَالَ صَحِيح الْإِسْنَاد وَرَوَاهُ التِّرْمِذِيّ من طَرِيق ابْن لَهِيعَة عَن دراج مُخْتَصرا قَالَ الصعُود جبل من نَار يتَصَعَّد فِيهِ الْكَافِر سبعين خَرِيفًا ويهوي بِهِ كَذَلِك أبدا
وَقَالَ غَرِيب لَا نعرفه مَرْفُوعا إِلَّا من حَدِيث ابْن لَهِيعَة
عَن دراج عَن أبي الْهَيْثَم عَنهُ وَرَوَاهُ الْبَيْهَقِيّ عَن شريك عَن عمار الدهني عَن عَطِيَّة الْعَوْفِيّ عَنهُ مَرْفُوعا أَيْضا وَمن حَدِيث إِسْرَائِيل وسُفْيَان كِلَاهُمَا عَن عمار عَن عَطِيَّة عَنهُ مَوْقُوفا بِنَحْوِهِ بِزِيَادَة