আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২৬. অধ্যায়ঃ জান্নাত ও জাহান্নামের বর্ণনা

হাদীস নং: ৫৫৬০
জাহান্নাম থেকে ভীতি প্রদর্শন, আল্লাহ্ তা'আলা তাঁর ফযল ও করমে আমাদেরকে তা থেকে রক্ষা করুন।
৫৫৬০. হযরত আবু হুরায়রা (রা)- সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমিও আমার উম্মতের দৃষ্টান্ত এমন, যেমন কোন মানুষ আগুন জ্বালাল এবং তার মধ্যে কীট পতঙ্গ পড়তে লাগল। আমি তোমাদের কোমর চেপে আছি, অথচ (ধরে রাখতে পারছিনা) তোমরা জাহান্নামে ঝাঁপিয়ে পড়ছ।
(বুখারী ও মুসলিম হাদীসটি বর্ণনা করেছেন।)
التَّرْهِيب من النَّار أعاذنا الله مِنْهَا بمنه وَكَرمه
5560- وَعَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ إِنَّمَا مثلي وَمثل أمتِي كَمثل رجل استوقد نَارا فَجعلت الدَّوَابّ والفراش يقعن فِيهَا فَأَنا آخذ بِحُجزِكُمْ وَأَنْتُم تقحمون فِيهَا

رَوَاهُ البُخَارِيّ وَمُسلم
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ৫৫৬০ | মুসলিম বাংলা