আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২৬. অধ্যায়ঃ জান্নাত ও জাহান্নামের বর্ণনা
হাদীস নং: ৫৫৫৯
জাহান্নাম থেকে ভীতি প্রদর্শন, আল্লাহ্ তা'আলা তাঁর ফযল ও করমে আমাদেরকে তা থেকে রক্ষা করুন।
৫৫৫৯. হযরত নু'মান ইবন বাশীর (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে খুতবা দেওয়ার সময় বলতে শুনেছি, আমি তোমাদেরকে জাহান্নামের ভয় দেখালাম, আমি তোমাদেরকে জাহান্নামের ভয় দেখালাম। এমন কি (তিনি এত জোরে বললেন যে,) যদি বাজারে কোন লোক থাকত, তবে সে আমার অবস্থানের জায়গা থেকে কথাটি শুনতে পেত। যার ফলে তাঁর ঘাড়ের উপর থাকা রুমাল তাঁর পায়ের কাছে পড়ে গেল।
(হাকিম হাদীসটি বর্ণনা করে বলেন, হাদীসটি মুসলিমের শর্ত অনুযায়ী সহীহ।)
(হাকিম হাদীসটি বর্ণনা করে বলেন, হাদীসটি মুসলিমের শর্ত অনুযায়ী সহীহ।)
التَّرْهِيب من النَّار أعاذنا الله مِنْهَا بمنه وَكَرمه
5559- وَعَن النُّعْمَان بن بشير رَضِي الله عَنْهُمَا قَالَ سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يخْطب يَقُول أَنْذَرْتُكُمْ النَّار أَنْذَرْتُكُمْ النَّار حَتَّى لَو أَن رجلا كَانَ بِالسوقِ لسمعه من مقَامي هَذَا حَتَّى وَقعت خميصة كَانَت على عَاتِقه عِنْد رجلَيْهِ
رَوَاهُ الْحَاكِم وَقَالَ صَحِيح على شَرط مُسلم
رَوَاهُ الْحَاكِم وَقَالَ صَحِيح على شَرط مُسلم
