আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২৬. অধ্যায়ঃ জান্নাত ও জাহান্নামের বর্ণনা

হাদীস নং: ৫৫৬১
জাহান্নাম থেকে ভীতি প্রদর্শন, আল্লাহ্ তা'আলা তাঁর ফযল ও করমে আমাদেরকে তা থেকে রক্ষা করুন।
৫৫৬১. মুসলিমের অপর এক রিওয়ায়েতে আছে, আমার দৃষ্টান্ত এমন ব্যক্তির মত, যে অগ্নি প্রজ্বলিত করল। যখন আগুন তার আশ-পাশ আলোকিত করল, তখন তাতে কীট-পতঙ্গ পড়তে লাগল এবং লোকটি সেগুলোকে বারণ করছে। কিন্তু কীট-পতঙ্গ তার বারণ উপেক্ষা করে তাতে ঝাঁপিয়ে পড়ছে। তিনি বলেন, এটা হচ্ছে আমার ও তোমাদের দৃষ্টান্ত। আমি তোমাদের কোমর ধরে জাহান্নাম থেকে (বাঁচাবার জন্য) টানছি। তোমরা জাহান্নাম থেকে বেঁচে থাক। তোমরা জাহান্নাম থেকে বেঁচে থাক। তারা আমার বাধা উপেক্ষা করছে এবং তাতে ঝাঁপিয়ে পড়ছে।
التَّرْهِيب من النَّار أعاذنا الله مِنْهَا بمنه وَكَرمه
5561- وَفِي رِوَايَة لمُسلم إِنَّمَا مثلي كَمثل رجل استوقد نَارا فَلَمَّا أَضَاءَت مَا حوله جعل الْفراش وَهَذِه الدَّوَابّ يقعن فِيهَا وَجعل يحجزهن ويغلبنه فيتقحمن فِيهَا
قَالَ فذلكم مثلي ومثلكم وَأَنا آخذ بِحُجزِكُمْ عَن النَّار هَلُمَّ عَن النَّار هَلُمَّ عَن النَّار فيغلبوني ويقتحمون فِيهَا
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ৫৫৬১ | মুসলিম বাংলা