আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২৬. অধ্যায়ঃ জান্নাত ও জাহান্নামের বর্ণনা

হাদীস নং: ৫৫৫২
অধ্যায়: জান্নাত ও জাহান্নামের বর্ণনা
জান্নাত প্রার্থনা করা ও জাহান্নাম থেকে মুক্তি চাওয়ার প্রতি উৎসাহ প্রদান
৫৫৫২. হযরত উম্মু হাবীবা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) একদা আমাকে বলতে শুনলেন: "হে আল্লাহ্ আমাকে আমার স্বামী রাসূলুল্লাহ্ (ﷺ)-এর দ্বারা, আমার পিতা আবু সুফিয়ানের দ্বারা এবং আমার ভাই মু'আবিয়ার দ্বারা দীর্ঘদিন উপকৃত কর।" তখন তিনি বললেন, তুমি সীমাবদ্ধ আয়ু সুনিদিষ্ট সময় ও সুনির্ধারিত রিযিকের ব্যাপারে প্রার্থনা করলে সেগুলোর নির্ধারিত সময় আসার পূর্বে একটুও ত্বরান্বিত করা হবে না বা (সময় আসার পর) একটু বিলম্ব করা হবে না। তার চাইতে যদি তুমি আল্লাহর কাছে এ প্রার্থনা করতে যে, তিনি যেন তোমাকে জাহান্নাম থেকে এবং কবরের আযাব থেকে আশ্রয় দেন, তবে তা (তোমার জন্য) উত্তম ও শ্রেয় হত।
(মুসলিম (র) হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب صفة الْجنَّة وَالنَّار
التَّرْغِيب فِي سُؤال الْجنَّة والاستعاذة من النَّار
5552- وَعَن أم حَبِيبَة رَضِي الله عَنْهَا قَالَت سمعني رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم وَأَنا أَقُول اللَّهُمَّ أمتعني بزوجي رَسُول الله وبأبي أبي سُفْيَان وبأخي مُعَاوِيَة فَقَالَ سَأَلت الله لآجال مَضْرُوبَة وَأَيَّام مَعْدُودَة وأرزاق مقسومة لن يعجل شَيْئا مِنْهَا قبل أَجله وَلَا يُؤَخر وَلَو كنت سَأَلت الله أَن يعيذك من النَّار وَعَذَاب الْقَبْر كَانَ خيرا وَأفضل

رَوَاهُ مُسلم
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ৫৫৫২ | মুসলিম বাংলা