আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২৬. অধ্যায়ঃ জান্নাত ও জাহান্নামের বর্ণনা
হাদীস নং: ৫৫৫১
অধ্যায়: জান্নাত ও জাহান্নামের বর্ণনা
জান্নাত প্রার্থনা করা ও জাহান্নাম থেকে মুক্তি চাওয়ার প্রতি উৎসাহ প্রদান
জান্নাত প্রার্থনা করা ও জাহান্নাম থেকে মুক্তি চাওয়ার প্রতি উৎসাহ প্রদান
৫৫৫১. হযরত ইবন আব্বাস (রা) থেকে বর্ণিত। নবী (ﷺ) তাঁদেরকে এ দু'আ শিখাতেন, যেমনটি তিনি তাদের কুরআনের সূরা শিখাতেন। তোমরা বলঃ
اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ عَذَابِ جَهَنَّمَ وَمِنْ عَذَابِ الْقَبْرِ وَمِنْ فِتْنَةِ الْمَحْيَا وَالْمَمَاتِ وَمِنْ شَرِّ فِتْنَةِ الْمَسِيحِ الدَّجَّالِ " .
হে আল্লাহ। আমি তোমার কাছে জাহান্নামের আযাব থেকে আশ্রয় প্রার্থনা করছি। আমি তোমার কাছে কবরের আযাব থেকে মুক্তি চাচ্ছি। আমি তোমার কাছে মাসীহে দাজ্জালের ফিতনা থেকে পানাহ চাইছি। আমি তোমাদের কাছে জীবন ও মৃত্যুর ফিতনা থেকে আশ্রয় প্রার্থনা করছি।
(মালিক, মুসলিম ও আবু দাউদ, তিরমিযী ও নাসাঈ (র) হাদীসটি বর্ণনা করেছেন।)
اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ عَذَابِ جَهَنَّمَ وَمِنْ عَذَابِ الْقَبْرِ وَمِنْ فِتْنَةِ الْمَحْيَا وَالْمَمَاتِ وَمِنْ شَرِّ فِتْنَةِ الْمَسِيحِ الدَّجَّالِ " .
হে আল্লাহ। আমি তোমার কাছে জাহান্নামের আযাব থেকে আশ্রয় প্রার্থনা করছি। আমি তোমার কাছে কবরের আযাব থেকে মুক্তি চাচ্ছি। আমি তোমার কাছে মাসীহে দাজ্জালের ফিতনা থেকে পানাহ চাইছি। আমি তোমাদের কাছে জীবন ও মৃত্যুর ফিতনা থেকে আশ্রয় প্রার্থনা করছি।
(মালিক, মুসলিম ও আবু দাউদ, তিরমিযী ও নাসাঈ (র) হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب صفة الْجنَّة وَالنَّار
التَّرْغِيب فِي سُؤال الْجنَّة والاستعاذة من النَّار
التَّرْغِيب فِي سُؤال الْجنَّة والاستعاذة من النَّار
5551- عَن ابْن عَبَّاس رَضِي الله عَنْهُمَا أَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ كَانَ يعلمهُمْ هَذَا الدُّعَاء كَمَا يعلمهُمْ السُّورَة من الْقُرْآن قُولُوا اللَّهُمَّ إِنِّي أعوذ بك من عَذَاب جَهَنَّم وَأَعُوذ بك من عَذَاب الْقَبْر وَأَعُوذ بك من فتْنَة الْمَسِيح الدَّجَّال وَأَعُوذ بك من فتْنَة الْمحيا وَالْمَمَات
رَوَاهُ مَالك وَمُسلم وَأَبُو دَاوُد وَالتِّرْمِذِيّ النَّسَائِيّ
رَوَاهُ مَالك وَمُسلم وَأَبُو دَاوُد وَالتِّرْمِذِيّ النَّسَائِيّ
