আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২৬. অধ্যায়ঃ জান্নাত ও জাহান্নামের বর্ণনা
হাদীস নং: ৫৫৫৩
অধ্যায়: জান্নাত ও জাহান্নামের বর্ণনা
জান্নাত প্রার্থনা করা ও জাহান্নাম থেকে মুক্তি চাওয়ার প্রতি উৎসাহ প্রদান
জান্নাত প্রার্থনা করা ও জাহান্নাম থেকে মুক্তি চাওয়ার প্রতি উৎসাহ প্রদান
৫৫৫৩. হযরত আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যে কোন বান্দাহ জাহান্নাম থেকে সাতবার আশ্রয় প্রার্থনা করে তখন জাহান্নামও বলে উঠে, হে রব! আপনার অমুক বান্দাহ (আপনার কাছে) আমার থেকে অশ্রেয় প্রার্থনা করেছে, আপনি তাকে আশ্রয় দিন। আর যে কোন বান্দাই সাত যার জান্নাত প্রার্থনা করে, তখন জান্নাতও বলে উঠে। হে রব, আপনার অমুক বান্দা আমার জন্য প্রার্থনা করেছে, সুতরাং আপনি তাকে জান্নাতে দাখিল করুন।
(আবু ইয়া'লা বুখারী ও মুসলিমের শর্ত মুতাবিক হাদীসটি বর্ণনা করেছেন।)
(আবু ইয়া'লা বুখারী ও মুসলিমের শর্ত মুতাবিক হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب صفة الْجنَّة وَالنَّار
التَّرْغِيب فِي سُؤال الْجنَّة والاستعاذة من النَّار
التَّرْغِيب فِي سُؤال الْجنَّة والاستعاذة من النَّار
5553- وَعَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم مَا استجار عبد من النَّار سبع مَرَّات إِلَّا قَالَت النَّار يَا رب إِن عَبدك فلَانا استجار مني فَأَجره وَلَا سَأَلَ عبد الْجنَّة سبع مَرَّات إِلَّا قَالَت الْجنَّة يَا رب إِن عَبدك فلَانا سَأَلَني فَأدْخلهُ الْجنَّة
رَوَاهُ أَبُو يعلى بِإِسْنَاد على شَرط البُخَارِيّ وَمُسلم
رَوَاهُ أَبُو يعلى بِإِسْنَاد على شَرط البُخَارِيّ وَمُسلم
