আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২৫. অধ্যায়ঃ পুনরুত্থান ও কিয়ামাত
হাদীস নং: ৫৫৪৯
অধ্যায়ঃ পুনরুত্থান ও কিয়ামাত
পরিচ্ছেদ: শাফা'আত ইত্যাদির বর্ণনা
৫৫৪৯. হযরত আনাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, আমার শাফা'আত হবে আমার উম্মাতের কবীরা গুণাহগারদের জন্য
(আবু দাউদ, বাযযার তাবারানী, ইবন হিব্বান তাঁর 'সতীত্ব'-এ- এবং বায়হাকী হাদীসটি বর্ণনা করেছেন। হিব্বান এবং বায়হাকী জাবির (রা)-এর রিওয়ায়েতে ও হাদীসটি বর্ণনা করেছেন।)
(আবু দাউদ, বাযযার তাবারানী, ইবন হিব্বান তাঁর 'সতীত্ব'-এ- এবং বায়হাকী হাদীসটি বর্ণনা করেছেন। হিব্বান এবং বায়হাকী জাবির (রা)-এর রিওয়ায়েতে ও হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب البعث
فصل فِي الشَّفَاعَة وَغَيرهَا
5549- وَعَن أنس رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم شَفَاعَتِي لأهل الْكَبَائِر من أمتِي
رَوَاهُ أَبُو دَاوُد وَالْبَزَّار وَالطَّبَرَانِيّ وَابْن حبَان فِي صَحِيحه وَالْبَيْهَقِيّ وَرَوَاهُ ابْن حبَان أَيْضا وَالْبَيْهَقِيّ من حَدِيث جَابر
رَوَاهُ أَبُو دَاوُد وَالْبَزَّار وَالطَّبَرَانِيّ وَابْن حبَان فِي صَحِيحه وَالْبَيْهَقِيّ وَرَوَاهُ ابْن حبَان أَيْضا وَالْبَيْهَقِيّ من حَدِيث جَابر