আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২৫. অধ্যায়ঃ পুনরুত্থান ও কিয়ামাত

হাদীস নং: ৫৫৫০
অধ্যায়ঃ পুনরুত্থান ও কিয়ামাত
পরিচ্ছেদ: শাফা'আত ইত্যাদির বর্ণনা
৫৫৫০. হযরত আব্দুল্লাহ্ ইবন উমর (রা) এর সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেন, শাফা'আত অথবা আমার অর্ধেক উম্মত জান্নাতে প্রবেশ করা এ দু'টি বিষয়ের মাঝে আমাকে ইখতিয়ার দেওয়া হয়েছে। আমি শাফা'আতকে গ্রহণ করেছি। কেননা, এটা ব্যাপক ও যথেষ্ট। তবে এ শাফা'আত প্রথম যুগের মু'মিনদের জন্য নয়; বরং এটা গুনাহগার, অপরাধি পাপী লোকদের জন্য।
(আহমাদ ও তাবারানী হাদীসটি বর্ণনা করেছেন। হাদীসটির উল্লিখিত পাঠ তাবারানী বর্ণিত। এর সনদ উৎকৃষ্ট। ইবন মাজাহ আবু মূসা আশ'আরী (রা)-এর রিওয়ায়েতে এরূপ সনদে হাদীসটি বর্ণনা করেছেন।
[হাফিয (র) বলেন], "জিহাদ" অধ্যায়ে শহীদদের শাফা'আত সম্পর্কিত বহু হাদীস বর্ণিত হয়েছে। শাফা'আত সম্পর্কে বহু হাদীস রয়েছে। তবে আমি যা উল্লেখ করেছি, তাতে সবগুলো উল্লেখ না করলেও যথেষ্ট হবে। আল্লাহই তাওফীকদাতা।)
كتاب البعث
فصل فِي الشَّفَاعَة وَغَيرهَا
5550- وَعَن عبد الله بن عمر رَضِي الله عَنْهُمَا عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ خيرت بَين الشَّفَاعَة أَو يدْخل نصف أمتِي الْجنَّة فاخترت الشَّفَاعَة لِأَنَّهَا أَعم وأكفى أما إِنَّهَا لَيست للْمُؤْمِنين الْمُتَقَدِّمين وَلكنهَا للمذنبين الْخَطَّائِينَ المتلوثين

رَوَاهُ أَحْمد وَالطَّبَرَانِيّ وَاللَّفْظ لَهُ وَإِسْنَاده جيد وَرَوَاهُ ابْن مَاجَه من حَدِيث أبي مُوسَى الْأَشْعَرِيّ بِنَحْوِهِ
قَالَ الْحَافِظ وَتقدم فِي الْجِهَاد أَحَادِيث فِي شَفَاعَة الشُّهَدَاء وَأَحَادِيث الشَّفَاعَة كَثِيرَة وَفِيمَا ذَكرْنَاهُ غنية عَن سائرها وَالله الْمُوفق
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ৫৫৫০ | মুসলিম বাংলা