আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২৫. অধ্যায়ঃ পুনরুত্থান ও কিয়ামাত
হাদীস নং: ৫৫৪৮
অধ্যায়ঃ পুনরুত্থান ও কিয়ামাত
পরিচ্ছেদ: শাফা'আত ইত্যাদির বর্ণনা
৫৫৪৮. হযরত আলী ইবন আবু তালিব (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, আমি আমার উম্মতের জন্য সুপারিশ করব, যে পর্যন্ত না আমার মহিমান্বিত প্রতিপালক আমাকে ডেকে বলেন, হে মুহাম্মদ! আপনি কি সন্তুষ্ট হয়েছেন? আমি বলব, জ্বী হ্যাঁ, হে আমার রব। আমি সন্তুষ্ট হয়েছি।
(বাযযার ও তাবারানী হাদীসটি বর্ণনা করেছেন। এর সনদ ইনশাআল্লাহ্ হাসান।)
(বাযযার ও তাবারানী হাদীসটি বর্ণনা করেছেন। এর সনদ ইনশাআল্লাহ্ হাসান।)
كتاب البعث
فصل فِي الشَّفَاعَة وَغَيرهَا
5548- وَعَن عَليّ بن أبي طَالب رَضِي الله عَنهُ أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ أشفع لأمتي حَتَّى يناديني رَبِّي تبَارك وَتَعَالَى فَيَقُول أقد رضيت يَا مُحَمَّد فَأَقُول إِي رب قد رضيت
رَوَاهُ الْبَزَّار وَالطَّبَرَانِيّ وَإِسْنَاده حسن إِن شَاءَ الله
رَوَاهُ الْبَزَّار وَالطَّبَرَانِيّ وَإِسْنَاده حسن إِن شَاءَ الله