আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২৫. অধ্যায়ঃ পুনরুত্থান ও কিয়ামাত

হাদীস নং: ৫৫৪৭
অধ্যায়ঃ পুনরুত্থান ও কিয়ামাত
পরিচ্ছেদ: শাফা'আত ইত্যাদির বর্ণনা
৫৫৪৭. হযরত ইবন আব্বাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, নবীগণের জন্য নূরের মিম্বর স্থাপন করা হবে। তাঁরা তাঁর উপর বসবেন। আমার মিম্বর বাকি থাকবে, আমি তাতে বসব না। অথবা বলেছেন, আমি তার উপর বসব না, আমি আমার রবের সামনে এ ভয়ে দাঁড়িয়ে থাকব যে, আমাকে জান্নাতে পাঠিয়ে দেওয়া হবে এবং আমার (চলে যাওয়ার) পর আমার উম্মত বুঝি রয়ে যাবে? তাই আমি বলব, প্রভু আমার উম্মত! আমার উম্মাত!! আল্লাহ্ তা'আলা বলবেন হে মুহাম্মদ। আপনার উম্মতের ব্যাপারে আমাকে কি করতে বলেন? আমি বলব, পরোয়ারদিগার। তাদের হিসাব-নিকাশ দ্রুত সম্পন্ন করুন। তখন তাদেরকে ডাকা হবে এবং তাদের হিসাব নেওয়া হবে। তন্মধ্যে কেউ আল্লাহর রহমতে জান্নাতে প্রবেশ করবে, কেউ আমার শাফা'আতে জান্নাতে প্রবেশ করবে। এরপর আমি সুপারিশ করতে থাকব, যে পর্যন্ত না যাদেরকে জাহান্নামে প্রেরণ করা হয়েছে তাদের তালিকা আমাকে দেওয়া হয়। অবশেষে জাহান্নামের হিসাব রক্ষক "মালিক" বলবেন, হে মুহাম্মদ! আপনি তো আপনার প্রতিপালকের ক্রোধের জন্য আপনার উম্মতের মধ্যে কোন আযাব বাকি রাখেন নি।
(তাবারানী 'আল-কাবীর' ও 'আল-আওসাতে' এবং বায়হাকী 'আল বা'ছ'-এ হাদীসটি বর্ণনা করেছেন। উভয়ের সনদে 'মাতরূক' কোন রাবী নেই।)
كتاب البعث
فصل فِي الشَّفَاعَة وَغَيرهَا
5547- وَرُوِيَ عَن ابْن عَبَّاس رَضِي الله عَنْهُمَا قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يوضع للأنبياء مَنَابِر من نور يَجْلِسُونَ عَلَيْهَا وَيبقى منبري لَا أَجْلِس عَلَيْهِ أَو قَالَ لَا أقعد عَلَيْهِ قَائِما بَين يَدي رَبِّي مَخَافَة أَن يبْعَث بِي إِلَى الْجنَّة وَتبقى أمتِي بعدِي فَأَقُول يَا رب أمتِي أمتِي فَيَقُول الله عز وَجل يَا مُحَمَّد مَا تُرِيدُ أَن أصنع بأمتك فَأَقُول يَا رب عجل حسابهم فيدعى بهم فيحاسبون فَمنهمْ من يدْخل الْجنَّة برحمته وَمِنْهُم من يدْخل الْجنَّة بشفاعتي فَمَا أَزَال أشفع حَتَّى أعْطى صكاكا بِرِجَال قد بعث بهم إِلَى النَّار حَتَّى إِن مَالِكًا خَازِن النَّار ليقول يَا مُحَمَّد مَا تركت لغضب رَبك فِي أمتك من نقمة

رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْكَبِير والأوسط وَالْبَيْهَقِيّ فِي الْبَعْث وَلَيْسَ فِي إسنادهما من ترك
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ৫৫৪৭ | মুসলিম বাংলা