আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২৫. অধ্যায়ঃ পুনরুত্থান ও কিয়ামাত
হাদীস নং: ৫৫৪৩
অধ্যায়ঃ পুনরুত্থান ও কিয়ামাত
পরিচ্ছেদ: শাফা'আত ইত্যাদির বর্ণনা
৫৫৪৩. হযরত হুযায়ফা (রা)-এর সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেন, ইবরাহীম (আ) কিয়ামতের দিন বলবেন, হে আমার প্রতিপালক। আল্লাহ তা'আলা বলবেন, হে ইবরাহীম! আমি হাযির। ইব্রাহীম (আ) বলবেন, প্রভু। আপনি আমার সন্তানদেরকে পুড়িয়ে ফেলছেন। তিনি বলবেন, যাদের অন্তরে একটি কথা অথবা একটি যব পরিমাণ ঈমান রয়েছে তাদেরকে তোমরা জাহান্নাম থেকে বের করে লও।
(ইব্ন হিব্বান তাঁর 'সহীহ'-এ কিতাবে হাদীসটি বর্ণনা করেছেন। এ হাদীসের সনদের ব্যাপারে কোন আপত্তি আমার জানা নেই। তাবারানী ইয়াযীদ রাক্কাশীর সূত্রে আনাস ইবন মালিক (রা) থেকে বর্ণনা করেছেন। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, আল্লাহ্ তা'আলা কিয়ামতের দিন আদম (আ)-এর সন্তানদের থেকে এগার কোটি (দশ কোটি + এক কোটি) লোকের ব্যাপারে আদম (আ)-এর সুপারিশ গ্রহণ করবেন।)
(ইব্ন হিব্বান তাঁর 'সহীহ'-এ কিতাবে হাদীসটি বর্ণনা করেছেন। এ হাদীসের সনদের ব্যাপারে কোন আপত্তি আমার জানা নেই। তাবারানী ইয়াযীদ রাক্কাশীর সূত্রে আনাস ইবন মালিক (রা) থেকে বর্ণনা করেছেন। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, আল্লাহ্ তা'আলা কিয়ামতের দিন আদম (আ)-এর সন্তানদের থেকে এগার কোটি (দশ কোটি + এক কোটি) লোকের ব্যাপারে আদম (আ)-এর সুপারিশ গ্রহণ করবেন।)
كتاب البعث
فصل فِي الشَّفَاعَة وَغَيرهَا
5543- وَعَن حُذَيْفَة رَضِي الله عَنهُ عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ يَقُول إِبْرَاهِيم يَوْم الْقِيَامَة يَا رباه فَيَقُول الرب جلّ وَعلا يَا لبيكاه فَيَقُول إِبْرَاهِيم يَا رب حرقت بني فَيَقُول أخرجُوا من النَّار من كَانَ فِي قلبه ذرة أَو شعيرَة من إِيمَان
رَوَاهُ ابْن حبَان فِي صَحِيحه وَلَا أعلم فِي إِسْنَاده مطعنا
وروى الطَّبَرَانِيّ عَن زيد الرقاشِي عَن أنس بن مَالك قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يشفع الله تبَارك وَتَعَالَى آدم يَوْم الْقِيَامَة من ذُريَّته فِي مائَة ألف ألف وَعشرَة آلَاف ألف
رَوَاهُ ابْن حبَان فِي صَحِيحه وَلَا أعلم فِي إِسْنَاده مطعنا
وروى الطَّبَرَانِيّ عَن زيد الرقاشِي عَن أنس بن مَالك قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يشفع الله تبَارك وَتَعَالَى آدم يَوْم الْقِيَامَة من ذُريَّته فِي مائَة ألف ألف وَعشرَة آلَاف ألف