আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২৫. অধ্যায়ঃ পুনরুত্থান ও কিয়ামাত

হাদীস নং: ৫৫৪৪
অধ্যায়ঃ পুনরুত্থান ও কিয়ামাত
পরিচ্ছেদ: শাফা'আত ইত্যাদির বর্ণনা
৫৫৪৪. হযরত আব্দুল্লাহ্ ইব্‌ন শাকীক (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি এমন কিছু লোকের সাথে বসলাম, যাদের মধ্যে চতুর্থ ব্যক্তি হলাম আমি। তাদের মধ্য থেকে একজন বলল, আমি রাসূলুল্লাহ্ (ﷺ)-কে বলতে শুনেছি, আমার উম্মতের মধ্য থেকে এক ব্যক্তির সুপারিশে বণু তামীম গোত্রের চেয়ে অধিক লোক জান্নাতে প্রবেশ করবে। আমরা জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলাল্লাহ্। সে লোকটি কি আপনি ব্যতীত অন্য কেউ? তিনি বললেন, আমি ব্যতীত।
আমি তখন জিজ্ঞেস করলাম, এ হাদীসটি কি আপনি রাসূলুল্লাহ্ (ﷺ) থেকে শুনেছেন? তিনি বললেন, হ্যাঁ।
যখন লোকটি দাঁড়াল, আমি জিজ্ঞেস করলাম, এ লোকটি কে? উপস্থিত লোকজন বলল, ইবন জাদু'আ। অথবা বলেছেন, ইবন আবুল জাদু'আ।
(ইবন হিব্বান তাঁর 'সহীহ' কিতাবে হাদীসটি বর্ণনা করেছেন। ইবন মাজাহও হাদীসটি উল্লেখ করেছেন। তবে তিনি বলেন, শাকীকের সূত্রে আব্দুল্লাহ ইবন আবুল জাদু'আ (রা) থেকে বর্ণিত।)
كتاب البعث
فصل فِي الشَّفَاعَة وَغَيرهَا
5544- وَعَن عبد الله بن شَقِيق قَالَ جَلَست إِلَى قوم أَنا رابعهم فَقَالَ أحدهم سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول ليدخلن الْجنَّة بشفاعة رجل من أمتِي أَكثر من بني تَمِيم
قُلْنَا سواك يَا رَسُول الله قَالَ سواي
قلت أَنْت سَمِعت هَذَا من رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ
نعم فَلَمَّا قَامَ قلت من هَذَا قَالُوا ابْن الجدعاء أَو ابْن أبي الجدعاء

رَوَاهُ ابْن حبَان فِي صَحِيحه وَابْن مَاجَه إِلَّا أَنه قَالَ عَن شَقِيق عَن عبد الله بن أبي الجدعاء
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ৫৫৪৪ | মুসলিম বাংলা