আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২৫. অধ্যায়ঃ পুনরুত্থান ও কিয়ামাত

হাদীস নং: ৫৫৩৪
অধ্যায়ঃ পুনরুত্থান ও কিয়ামাত
পরিচ্ছেদ: শাফা'আত ইত্যাদির বর্ণনা
৫৫৩৪. হযরত সালমান (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, কিয়ামতের দিন সূর্যকে দশ বছরের তাপ প্রদান করা হবে এরপর তাকে মানুষের মাথার কাছাকাছি করে দেওয়া হবে। রাবী বলেন, তারপর হাদীসটি বর্ণনা করেছেন। তিনি (সালমান) বলেন, তারপর তারা নবী (ﷺ) এর কাছে যাবে এবং বলবে, হে আল্লাহর নবী। আপনাকে আল্লাহ তা'আলা বিজয় দান করেছেন, আপনার পূর্ববর্তী ও পরবর্তী ত্রুটিবিচ্যুতি ক্ষমা করে দিয়েছেন। আমরা যে অবস্থার শিকার হয়েছি, তা আপনি দেখছেন। সুতরাং আপনার প্রতিপালকের কাছে আমাদের জন্য সুপারিশ করুন। তিনি বলবেন, আমি তোমাদের সঙ্গী। এবলে তিনি মানুষের সমাবেশ ছিড়ে বের হবেন এবং জান্নাতের দরজায় পৌছবেন। তারপর দরজার একটি সোনার কড়া ধরে দরজায় করাঘাত করবেন। আল্লাহ তা'আলা বলবেন, কে তুমি? তিনি বলবেন, মুহাম্মদ। তখন তাঁর জন্য দরজা খোলা হবে। তিনি আল্লাহ্ তা'আলার সামনে দাঁড়াবেন এবং তাঁকে সিজদা করবেন। তাঁকে ডেকে বলা হবে, আপনি আপনার মাথা তুলুন। আপনি যাজ্ঞা করুন, আপনার যাজ্ঞা পূর্ণ করা হবে। আপনি সুপারিশ করুন, আপনার সুপারিশ কবুল করা হবে। এটাই হচ্ছে 'মাকামে মাহমূদ (প্রশংসিত মর্যাদা)।
(তাবারানী সহীহ্ সনদে হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب البعث
فصل فِي الشَّفَاعَة وَغَيرهَا
5534- وَعَن سلمَان رَضِي الله عَنهُ قَالَ تُعْطى الشَّمْس يَوْم الْقِيَامَة حر عشر سِنِين ثمَّ تدنى من جماجم النَّاس
قَالَ فَذكر الحَدِيث قَالَ فَيَأْتُونَ النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم فَيَقُولُونَ يَا نَبِي الله أَنْت الَّذِي فتح الله لَك وَغفر لَك مَا تقدم من ذَنْبك وَمَا تَأَخّر وَقد ترى مَا نَحن فِيهِ فاشفع لنا إِلَى رَبك فَيَقُول أَنا صَاحبكُم فَيخرج يجوس بَين النَّاس حَتَّى يَنْتَهِي إِلَى بَاب الْجنَّة فَيَأْخُذ بِحَلقَة فِي الْبَاب من ذهب فيقرع الْبَاب فَيَقُول من هَذَا فَيَقُول مُحَمَّد فَيفتح لَهُ حَتَّى يقوم بَين يَدي الله عز وَجل فَيسْجد فينادى ارْفَعْ رَأسك سل تعطه وَاشْفَعْ تشفع فَذَلِك الْمقَام الْمَحْمُود

رَوَاهُ الطَّبَرَانِيّ بِإِسْنَاد صَحِيح
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ৫৫৩৪ | মুসলিম বাংলা