আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২৫. অধ্যায়ঃ পুনরুত্থান ও কিয়ামাত
হাদীস নং: ৫৫৩৩
অধ্যায়ঃ পুনরুত্থান ও কিয়ামাত
পরিচ্ছেদ: শাফা'আত ইত্যাদির বর্ণনা
৫৫৩৩. হযরত আওফ ইবন মালিক আল আশজাঈ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমরা রাসূলুল্লাহ্ (ﷺ)-এর সঙ্গে এক সফরে গেলাম। যখন রাত্রে আমার চোখ দু'টি বিনিদ্র হল এবং আমার ঘুম এল না, তখন আমি দাঁড়িয়ে দেখি, সৈন্যদলে এমন কোন প্রাণী নেই, যে ভূমিতে গণ্ডদেশ রেখে ঘুমিয়ে পড়ে এবং আমার মনে প্রতিটি বস্তুর শব্দ অনুভূত হচ্ছে। তখন আমি (মনে মনে) বললাম, আমি রাসূলুল্লাহ-এর কাছে যাব এবং ভোর হওয়া পর্যন্ত তাঁকে পাহারা দেব। সুতরাং আমি মানুষের ফাঁকে ফাঁকে চলতে চলতে সেনাদল থেকে বের হয়ে পড়লাম এবং হঠাৎ একটি আবছায়া দেখে, সে আর ছায়ার উদ্দেশ্যে এগুলাম। এগিয়ে দেখি, আবু উবায়দা ইব্ন জাররাহ ও মু'আয ইবন জাবাল। তাঁরা আমাকে জিজ্ঞেস করলেন, তুমি কেন বের হয়েছ? আমি বললাম, তোমরা যে কারণে বের হয়েছ। দেখি, আমাদের অদূরে রয়েছে ঘন গাছ-গাছালি। আমরা সে গাছ-গাছালির দিকে হাঁটলাম এবং তার ভেতরে মৌমাছির গুঞ্জরণ ও বাতাসের হু হু'র মত শব্দ শুনতে পেলাম। তখন রাসূলুল্লাহ (ﷺ) জিজ্ঞেস করলেন, এখানে আবু উবায়দা ইব্ন জাররাহ আছে? আমরা বললাম, জ্বী হ্যাঁ। তিনি পুনরায় জিজ্ঞেস; করলেন, মু'আয ইবন জাবাল আছে? আমরা বললাম জ্বী, হ্যাঁ। তিনি পুনরায় জিজ্ঞেস করলেন, আওফ ইবন মালিক আছে? আমরা বললাম, জ্বী হ্যাঁ। রাসুলুল্লাহ (ﷺ) আমাদের কাছে বের হয়ে এলেন। আমরা তাঁকে কিছু জিজ্ঞেস করছি না এবং তিনিও আমাদেরকে কিছু জিজ্ঞেস করছেন না। এরপর তিনি তার হাওদায় ফিরে গেলেন। তখন বললেন, এক্ষুণি আমার প্রতিপালক আমাকে যে ইখতিয়ার দিয়েছেন, সে সম্পর্কে কি আমি তোমাদেরকে অবহিত করব না? আমরা বললাম, জ্বী হ্যাঁ, ইয়া রাসূলাল্লাহ। তিনি বললেন, আল্লাহ্ তা'আলা আমাকে আমার দুই তৃতীয়াংশ উম্মত হিসাব ও আযাব ব্যতিরেকে জান্নাতে দাখিল করা এবং শাফা'আতের মাঝে ইখতিয়ার দিয়েছেন। আমরা জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলাল্লাহ। আপনি কোনটি গ্রহণ করেছেন? তিনি বললেন, আমি শাফা'আত গ্রহণ করেছি। আমরা সবাই বললাম, ইয়া রাসূলাল্লাহ্। আমাদেরকে আপনার শাফা'আতপ্রাপ্তদের মধ্যে শামিল করুন। তিনি বললেন, নিশ্চয় আমার শাফা'আত প্রত্যেক মুসলমানের জন্য।
(তাবারানী একাধিক সনদে হাদীসটি বর্ণনা করেছেন। তন্মধ্যে একটি সনদ উৎকৃষ্ট। ইবন হিব্বান ও আপন 'সহীহ' কিতাবে অনুরূপ সনদে হাদীসটি উল্লেখ করেছেন। তবে তাঁর বর্ণিত রিওয়ায়েতে দুই ব্যক্তি হচ্ছেন মু'আয ইবন জাবাল ও আবু মুসা। তাবারানীর কোন কোন রিওয়ায়েতেও এমনি বলা হয়েছে। এটাই প্রসিদ্ধ। ইবন হিব্বান তাঁর বর্ণিত রিওয়ায়েতে বলেন, "তখন মু'আয (রা) বললেন, ইয়া রাসূলাল্লাহ্। আপনার উপর আমার পিতা-মাতা কুরবান হোক। আপনি তো আমার অবস্থান জানেন। সুতরাং আমাকে তাদের অন্তর্ভুক্ত করুন। জবাবে তিনি বললেন, তুমি তাদের অন্তর্ভুক্ত রয়েছে।
আওফ ইবন মালিক ও আবু মূসা বলল, ইয়া রাসূলাল্লাহ। আপনি জানেন, আমরা আল্লাহ ও তাঁর রাসূলের প্রতি ঈমান এনে আমাদের ধন-সম্পদ, পরিবার-পরিজন ও সন্তান-সন্ততি পরিত্যাগ করেছি। সুতরাং আমাদেরকেও তাদের অন্তর্ভুক্ত করুন। তিনি বললেন, তোমারাও তাদের অন্তর্ভূক্ত রয়েছে।
মু'আয (রা) বলেন, এরপর আমরা উপস্থিত লোকজনের কাছে গেলাম। তখন নবী (ﷺ) বললেন, আমার প্রতিপালকের পক্ষ থেকে একজন বাহক আমার কাছে এসেছে এবং আমার অর্ধেক উম্মতকে জান্নাতে দাখিল করা ও শাফা'আতের মাঝে আমাকে ইখতিয়ার দিয়েছে। উপস্থিত লোকজন বলল, ইয়া রাসূলাল্লাহ। আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করুন। তিনি বললেন, তোমরা চুপ কর। তারা এভাবে নীরব হয়ে গেল যে, যেন কেউ কথা বলতে পারে না। অতঃপর রাসুলুল্লাহ (ﷺ) বললেন, এটা (শাফা'আত) সে ব্যক্তির জন্য, যে আল্লাহর সাথে কিছু শরীক না করে মৃত্যুবরণ করেছে।)
(তাবারানী একাধিক সনদে হাদীসটি বর্ণনা করেছেন। তন্মধ্যে একটি সনদ উৎকৃষ্ট। ইবন হিব্বান ও আপন 'সহীহ' কিতাবে অনুরূপ সনদে হাদীসটি উল্লেখ করেছেন। তবে তাঁর বর্ণিত রিওয়ায়েতে দুই ব্যক্তি হচ্ছেন মু'আয ইবন জাবাল ও আবু মুসা। তাবারানীর কোন কোন রিওয়ায়েতেও এমনি বলা হয়েছে। এটাই প্রসিদ্ধ। ইবন হিব্বান তাঁর বর্ণিত রিওয়ায়েতে বলেন, "তখন মু'আয (রা) বললেন, ইয়া রাসূলাল্লাহ্। আপনার উপর আমার পিতা-মাতা কুরবান হোক। আপনি তো আমার অবস্থান জানেন। সুতরাং আমাকে তাদের অন্তর্ভুক্ত করুন। জবাবে তিনি বললেন, তুমি তাদের অন্তর্ভুক্ত রয়েছে।
আওফ ইবন মালিক ও আবু মূসা বলল, ইয়া রাসূলাল্লাহ। আপনি জানেন, আমরা আল্লাহ ও তাঁর রাসূলের প্রতি ঈমান এনে আমাদের ধন-সম্পদ, পরিবার-পরিজন ও সন্তান-সন্ততি পরিত্যাগ করেছি। সুতরাং আমাদেরকেও তাদের অন্তর্ভুক্ত করুন। তিনি বললেন, তোমারাও তাদের অন্তর্ভূক্ত রয়েছে।
মু'আয (রা) বলেন, এরপর আমরা উপস্থিত লোকজনের কাছে গেলাম। তখন নবী (ﷺ) বললেন, আমার প্রতিপালকের পক্ষ থেকে একজন বাহক আমার কাছে এসেছে এবং আমার অর্ধেক উম্মতকে জান্নাতে দাখিল করা ও শাফা'আতের মাঝে আমাকে ইখতিয়ার দিয়েছে। উপস্থিত লোকজন বলল, ইয়া রাসূলাল্লাহ। আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করুন। তিনি বললেন, তোমরা চুপ কর। তারা এভাবে নীরব হয়ে গেল যে, যেন কেউ কথা বলতে পারে না। অতঃপর রাসুলুল্লাহ (ﷺ) বললেন, এটা (শাফা'আত) সে ব্যক্তির জন্য, যে আল্লাহর সাথে কিছু শরীক না করে মৃত্যুবরণ করেছে।)
كتاب البعث
فصل فِي الشَّفَاعَة وَغَيرهَا
5533- وَعَن عَوْف بن مَالك الْأَشْجَعِيّ رَضِي الله عَنهُ قَالَ سافرنا مَعَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم سفرا حَتَّى إِذا كَانَ فِي اللَّيْل أرقت عَيْنَايَ فَلم يأتني النّوم فَقُمْت فَإِذا لَيْسَ فِي الْعَسْكَر دَابَّة إِلَّا وَاضع خَدّه إِلَى الأَرْض وَأرى وَقع كل شَيْء فِي نَفسِي فَقلت لَآتِيَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم فلأكلأنه اللَّيْلَة حَتَّى أصبح
فَخرجت أتخلل الرِّجَال حَتَّى خرجت من الْعَسْكَر فَإِذا أَنا بسواد فَتَيَمَّمت ذَلِك السوَاد فَإِذا هُوَ أَبُو عُبَيْدَة بن الْجراح ومعاذ بن جبل فَقَالَا لي مَا الَّذِي أخرجك فَقلت الَّذِي أخرجكما فَإِذا نَحن بغيضة منا غير بعيدَة فمشينا إِلَى الغيضة فَإِذا نَحن نسْمع فِيهَا كَدَوِيِّ النَّحْل وكخفيق الرِّيَاح فَقَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم هَهُنَا أَبُو عُبَيْدَة بن الْجراح قُلْنَا نعم
قَالَ ومعاذ بن جبل قُلْنَا نعم قَالَ وعَوْف بن مَالك قُلْنَا نعم فَخرج إِلَيْنَا رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم لَا نَسْأَلهُ عَن شَيْء وَلَا يسألنا عَن شَيْء حَتَّى رَجَعَ إِلَى رَحْله فَقَالَ أَلا أخْبركُم بِمَا خيرني رَبِّي آنِفا قُلْنَا بلَى يَا رَسُول الله
قَالَ خيرني بَين أَن يدْخل ثُلثي أمتِي الْجنَّة بِغَيْر حِسَاب وَلَا عَذَاب وَبَين الشَّفَاعَة قُلْنَا يَا رَسُول الله مَا الَّذِي اخْتَرْت قَالَ اخْتَرْت الشَّفَاعَة قُلْنَا جَمِيعًا يَا رَسُول الله اجْعَلْنَا من أهل شفاعتك قَالَ إِن شَفَاعَتِي لكل مُسلم
رَوَاهُ الطَّبَرَانِيّ بأسانيد أَحدهَا جيد وَابْن حبَان فِي صَحِيحه بِنَحْوِهِ إِلَّا أَن عِنْده الرجلَيْن معَاذ بن جبل وَأَبا مُوسَى وَهُوَ كَذَلِك فِي بعض رِوَايَات الطَّبَرَانِيّ وَهُوَ الْمَعْرُوف وَقَالَ ابْن حبَان فِي حَدِيثه فَقَالَ معَاذ رَضِي الله عَنهُ بِأبي أَنْت وَأمي يَا رَسُول الله قد عرفت منزلتي فَاجْعَلْنِي
مِنْهُم قَالَ أَنْت مِنْهُم
قَالَ عَوْف بن مَالك وَأَبُو مُوسَى يَا رَسُول الله قد عرفت أَنا تركنَا أَمْوَالنَا وأهلينا وذرارينا نؤمن بِاللَّه وَرَسُوله فاجعلنا مِنْهُم قَالَ أَنْتُمَا مِنْهُم
قَالَ فَانْتَهَيْنَا إِلَى الْقَوْم فَقَالَ النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم أَتَانِي آتٍ من رَبِّي فخيرني بَين أَن يدْخل نصف أمتِي الْجنَّة وَبَين الشَّفَاعَة فَقَالَ الْقَوْم يَا رَسُول الله اجْعَلْنَا مِنْهُم فَقَالَ أَنْصتُوا فأنصتوا حَتَّى كَأَن أحدا لم يتَكَلَّم فَقَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم هِيَ لمن مَاتَ لَا يُشْرك بِاللَّه شَيْئا
فَخرجت أتخلل الرِّجَال حَتَّى خرجت من الْعَسْكَر فَإِذا أَنا بسواد فَتَيَمَّمت ذَلِك السوَاد فَإِذا هُوَ أَبُو عُبَيْدَة بن الْجراح ومعاذ بن جبل فَقَالَا لي مَا الَّذِي أخرجك فَقلت الَّذِي أخرجكما فَإِذا نَحن بغيضة منا غير بعيدَة فمشينا إِلَى الغيضة فَإِذا نَحن نسْمع فِيهَا كَدَوِيِّ النَّحْل وكخفيق الرِّيَاح فَقَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم هَهُنَا أَبُو عُبَيْدَة بن الْجراح قُلْنَا نعم
قَالَ ومعاذ بن جبل قُلْنَا نعم قَالَ وعَوْف بن مَالك قُلْنَا نعم فَخرج إِلَيْنَا رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم لَا نَسْأَلهُ عَن شَيْء وَلَا يسألنا عَن شَيْء حَتَّى رَجَعَ إِلَى رَحْله فَقَالَ أَلا أخْبركُم بِمَا خيرني رَبِّي آنِفا قُلْنَا بلَى يَا رَسُول الله
قَالَ خيرني بَين أَن يدْخل ثُلثي أمتِي الْجنَّة بِغَيْر حِسَاب وَلَا عَذَاب وَبَين الشَّفَاعَة قُلْنَا يَا رَسُول الله مَا الَّذِي اخْتَرْت قَالَ اخْتَرْت الشَّفَاعَة قُلْنَا جَمِيعًا يَا رَسُول الله اجْعَلْنَا من أهل شفاعتك قَالَ إِن شَفَاعَتِي لكل مُسلم
رَوَاهُ الطَّبَرَانِيّ بأسانيد أَحدهَا جيد وَابْن حبَان فِي صَحِيحه بِنَحْوِهِ إِلَّا أَن عِنْده الرجلَيْن معَاذ بن جبل وَأَبا مُوسَى وَهُوَ كَذَلِك فِي بعض رِوَايَات الطَّبَرَانِيّ وَهُوَ الْمَعْرُوف وَقَالَ ابْن حبَان فِي حَدِيثه فَقَالَ معَاذ رَضِي الله عَنهُ بِأبي أَنْت وَأمي يَا رَسُول الله قد عرفت منزلتي فَاجْعَلْنِي
مِنْهُم قَالَ أَنْت مِنْهُم
قَالَ عَوْف بن مَالك وَأَبُو مُوسَى يَا رَسُول الله قد عرفت أَنا تركنَا أَمْوَالنَا وأهلينا وذرارينا نؤمن بِاللَّه وَرَسُوله فاجعلنا مِنْهُم قَالَ أَنْتُمَا مِنْهُم
قَالَ فَانْتَهَيْنَا إِلَى الْقَوْم فَقَالَ النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم أَتَانِي آتٍ من رَبِّي فخيرني بَين أَن يدْخل نصف أمتِي الْجنَّة وَبَين الشَّفَاعَة فَقَالَ الْقَوْم يَا رَسُول الله اجْعَلْنَا مِنْهُم فَقَالَ أَنْصتُوا فأنصتوا حَتَّى كَأَن أحدا لم يتَكَلَّم فَقَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم هِيَ لمن مَاتَ لَا يُشْرك بِاللَّه شَيْئا