আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২৫. অধ্যায়ঃ পুনরুত্থান ও কিয়ামাত

হাদীস নং: ৫৫৩২
অধ্যায়ঃ পুনরুত্থান ও কিয়ামাত
পরিচ্ছেদ: শাফা'আত ইত্যাদির বর্ণনা
৫৫৩২. হযরত আবূ যার (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, আমাকে এমন পাঁচটি বৈশিষ্ট্য দেওয়া হয়েছে, যা আমার পূর্বে কাউকে দেওয়া হয়নি। (১) আমার জন্য সমগ্র ভূ-ভাগকে পবিত্রতার উপায় ও মসজিদ স্বরূপ করে দেওয়া হয়েছে। (২) আমার জন্য গণীমতের মাল হালাল করা হয়েছে, অথচ আমার পূর্বে কোন নবীর জন্য তা হালাল হয়নি। (৩) আমার শত্রুর বিরুদ্ধে আমাকে এক মাসের দূরত্ব পর্যন্ত প্রভাব দান করে সাহায্য করা হয়েছে। (৪) আমাকে লাল-কালো সবার কাছে প্রেরণ করা হয়েছে এবং (৫) আমাকে শাফা'আতের অধিকার প্রদান করা হয়েছে। আমার উম্মতের মধ্য যারা আল্লাহর সাথে কাউকে শরীক করে না, তারাই আমার এ শাফা'আত লাভ করবে।
(বাযযার হাদীসটি বর্ণনা করেছেন। হাদীসটির সনদ উৎকৃষ্ট। তবে এতে সনদ বিচ্ছিন্নতা রয়েছে। সিহাহ ইত্যাদিতে এতদসম্পর্কিত বহু হাদীস রয়েছে।)
كتاب البعث
فصل فِي الشَّفَاعَة وَغَيرهَا
5532- وَعَن أبي ذَر رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم أَعْطَيْت خمْسا لم يُعْطهنَّ أحد قبلي جعلت لي الأَرْض طهُورا ومسجدا وَأحلت لي الْغَنَائِم وَلم تحل لنَبِيّ كَانَ قبلي ونصرت بِالرُّعْبِ مسيرَة شهر على عدوي وَبعثت إِلَى كل أَحْمَر وأسود وَأعْطيت الشَّفَاعَة وَهِي نائلة من أمتِي من لَا يُشْرك بِاللَّه شَيْئا

رَوَاهُ الْبَزَّار وَإِسْنَاده جيد إِلَّا أَن فِيهِ انْقِطَاعًا وَالْأَحَادِيث من هَذَا النَّوْع كَثِيرَة جدا فِي الصِّحَاح وَغَيرهَا
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ৫৫৩২ | মুসলিম বাংলা