আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২৫. অধ্যায়ঃ পুনরুত্থান ও কিয়ামাত

হাদীস নং: ৫৫৩১
অধ্যায়ঃ পুনরুত্থান ও কিয়ামাত
পরিচ্ছেদ: শাফা'আত ইত্যাদির বর্ণনা
৫৫৩১. হযরত আব্দুর রহমান ইব্‌ন আবি আকীল (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি একটি প্রতিনিধি দলের সাথে রাসূলুল্লাহ্ (ﷺ)-এর উদ্দেশ্যে রওয়ানা হলাম এবং তাঁর কাছে পৌছে দরজায় উট বসালাম। তখন আমরা যার কাছে যাচ্ছি আমাদের কাছে তাঁর চেয়ে ঘৃণ্যতম কোন মানুষ ছিল না। কিন্তু আমরা (তাঁর ওখান থেকে) বের হয়ে সারিনি, ততক্ষণে আমরা যার কাছে গেলাম, আমাদের কাছে তার চেয়ে প্রিয়তম আর কেউই ছিল না। আমাদের মধ্য থেকে একটি ব্যক্তি বলল, ইয়া রাসূলাল্লাহ্। আপনি কেন আপনার প্রতিপালকের কাছে সুলায়মানের রাজত্বের মত রাজত্ব চাইলেন না? রাবী (আব্দুর রহমান) বলেন তিনি হেসে দিয়ে বললেন, হয়ত তোমাদের সাথীর (আমার) জন্য আল্লাহর কাছে সুলায়মানের রাজত্বের চেয়ে উত্তম কিছু রয়েছে। আল্লাহ তাআলা যে নবীকেই প্রেরণ করেছেন, তাকে একটি বিশেষ দু'আর অধিকার দিয়েছেন। তন্মধ্যে কেউ তার বদৌলতে দুনিয়া চেয়েছেন, তাঁকে তাই দেওয়া হয়েছে। কেউ তদ্বারা নিজ সম্প্রদায়ের জন্য বদ দু'আ করেছেন, যখন তারা তাঁর অবাধ্যচরণ করেছিল। ফলে তাদেরকে সে বদ দু'আর কারণে ধ্বংস করা হয়েছে। আল্লাহ তা'আলা আমাকেও একটি বিশেষ দু'আর অধিকার দিয়েছেন, আমি তা আমার প্রতিপালকের কাছে কিয়ামতের দিন আমার উম্মাতের জন্য সুপারিশরূপে সংরক্ষিত রেখেছি।
كتاب البعث
فصل فِي الشَّفَاعَة وَغَيرهَا
5531- وَعَن عبد الرَّحْمَن بن أبي عقيل رَضِي الله عَنهُ قَالَ انْطَلَقت فِي وَفد إِلَى
رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم فأتيناه فأنخنا بِالْبَابِ وَمَا فِي النَّاس أبْغض إِلَيْنَا من رجل نلج عَلَيْهِ فَمَا خرجنَا حَتَّى مَا كَانَ فِي النَّاس أحب إِلَيْنَا من رجل دخل عَلَيْهِ فَقَالَ قَائِل منا يَا رَسُول الله أَلا سَأَلت رَبك ملكا كملك سُلَيْمَان قَالَ فَضَحِك ثمَّ قَالَ فَلَعَلَّ لصاحبكم عِنْد الله أفضل من ملك سُلَيْمَان إِن الله لم يبْعَث نَبيا إِلَّا أعطَاهُ دَعْوَة مِنْهُم من اتخذها دنيا فأعطيها وَمِنْهُم من دَعَا بهَا على قومه إِذْ عصوه فأهلكوا بهَا فَإِن الله أَعْطَانِي دَعْوَة فاختبأتها عِنْد رَبِّي شَفَاعَة لأمتي يَوْم الْقِيَامَة

رَوَاهُ الطَّبَرَانِيّ وَالْبَزَّار بِإِسْنَاد جيد
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ৫৫৩১ | মুসলিম বাংলা