আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২৫. অধ্যায়ঃ পুনরুত্থান ও কিয়ামাত

হাদীস নং: ৫৫৩০
অধ্যায়ঃ পুনরুত্থান ও কিয়ামাত
পরিচ্ছেদ: শাফা'আত ইত্যাদির বর্ণনা
৫৫৩০. হযরত আব্দুল্লাহ্ ইবন আমর (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) তাবুক যুদ্ধের সময় একদা রাত্রে সালাতে দাঁড়ালেন। তাঁর কিছু সাহাবী তাঁকে পাহারা দেওয়ার জন্য সমবেত হলেন। যখন তিনি সালাত শেষ করলেন এবং তাদের দিকে ফিরলেন, তখন তাদেরকে লক্ষ্য করে বললেন, আজ রাত্রে আমাকে পাঁচটি বিষয় দেওয়া হয়েছে, যা আমার পূর্বে কাউকে দেওয়া হয়নি। (১) আমাকে ব্যাপকভাবে সমস্ত মানবজাতির প্রতি প্রেরণ করা হয়েছে। পক্ষান্তরে আমার পূর্ববর্তী কেবল তাঁদের স্ব স্বগোত্রের কাছে প্রেরণ করা হয়েছে। (২) আমাকে শত্রুর মুকাবিলায় প্রভাব দিয়ে সাহায্য করা হয়েছে। যদি আমার ও তার মাঝে একমাসের দূরত্ব থাকে, তবুও সে আমার প্রভাবে প্রভাবান্বিত হয়ে যায়, (৩) আমার জন্য গণীমতের মাল খাওয়া হালাল করে দেওয়া হয়েছে; কিন্তু আমার পূর্বে যারা ছিল, তারা গণীমতের মাল খাওয়া মহা গুণাহ মনে করত। তারা তা জ্বালিয়ে ফেলত। (৪) আমার জন্য সমগ্র পৃথিবীকে মসজিদ স্বরূপ এবং সমগ্র পৃথিবীর মাটিকেই পবিত্রতার মাধ্যম করেছেন। যেখানেই আমার সালাতের সময় হয়, আমি (উযূর জন্য পানি না পেলে) তায়াম্মুম করি এবং সালাত আদায় করে নিতে পারি। কিন্তু আমার পূর্বে যারা ছিল, তারা এটাকে মহা গুণাহ মনে করত। তারা কেবল তাদের গির্জা ও উপাসনালয়ে প্রার্থনা করত। এবং পঞ্চমটা তো পশ্চিমটাই। আমাকে বলা হল, আপনি যা ইচ্ছে পোষণ করুন কেননা, প্রত্যেক নবীই বিশেষ বিশেষ যাজ্ঞা করেছেন। আমি আমার সে বিশেষ যাজ্ঞাটি কিয়ামত পর্যন্ত বিলম্বিত করেছি। তা হচ্ছে তোমাদের জন্য এবং যারা "লা-ইলাহা ইল্লাল্লাহ 'আল্লাহ ব্যতীত কোন মা'বুদ নেই।"-এর সাক্ষ্য দেয়, তাদের জন্য।
(আহমাদ সহীহ সনদে হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب البعث
فصل فِي الشَّفَاعَة وَغَيرهَا
5530- وَعَن عبد الله بن عَمْرو رَضِي الله عَنْهُمَا أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم عَام غَزْوَة تَبُوك قَامَ من اللَّيْل يُصَلِّي فَاجْتمع رجال من أَصْحَابه يحرسونه حَتَّى إِذا صلى وَانْصَرف إِلَيْهِم فَقَالَ لَهُم لقد أَعْطَيْت اللَّيْلَة خمْسا مَا أعطيهن أحد قبلي أما أَنا فَأرْسلت إِلَى النَّاس كلهم عَامَّة وَكَانَ من قبلي إِنَّمَا يُرْسل إِلَى قومه ونصرت على الْعَدو بِالرُّعْبِ وَلَو كَانَ بيني وَبَينه مسيرَة شهر لملىء مِنْهُ وَأحلت لي الْغَنَائِم أكلهَا وَكَانَ من قبلي يعظمون أكلهَا وَكَانُوا يحرقونها وَجعلت لي الأَرْض مَسَاجِد وَطهُورًا أَيْنَمَا أدركتني الصَّلَاة تمسحت وَصليت وَكَانَ من قبلي يعظمون ذَلِك إِنَّمَا كَانُوا يصلونَ فِي كنائسهم وبيعهم وَالْخَامِسَة هِيَ مَا هِيَ قيل لي سل فَإِن كل نَبِي قد سَأَلَ فأخرت مَسْأَلَتي إِلَى يَوْم الْقِيَامَة فَهِيَ لكم وَلمن شهد أَن لَا إِلَه إِلَّا الله

رَوَاهُ أَحْمد بِإِسْنَاد صَحِيح
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ৫৫৩০ | মুসলিম বাংলা