আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২৫. অধ্যায়ঃ পুনরুত্থান ও কিয়ামাত

হাদীস নং: ৫৫২৯
অধ্যায়ঃ পুনরুত্থান ও কিয়ামাত
পরিচ্ছেদ: শাফা'আত ইত্যাদির বর্ণনা
৫৫২৯. হযরত উম্মু হাবীবা (রা) সূত্রে রাসূলুল্লাহ্ (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেছেন, আমার পর আমার উম্মাত যা কিছুর সম্মুখীন হবে, তা আমাকে দেখানো হয়েছে এবং তাদের পরস্পরে রক্তপাতের ব্যাপারটিও আমাকে দেখানো হয়েছে। বিষয়টি আমাকে দুঃখিত করেছে। এটা আল্লাহ্ তা'আলার পক্ষ থেকে সুনির্ধারিত হয়ে রয়েছে, যেমনটি পূর্ববর্তী উম্মাতের ব্যাপারে সুনির্ধারিত হয়ে রয়েছিল। (সুতরাং এ ব্যাপারে আমার আর করণীয় কিছু ছিল না) তাই আমি তাঁর দরবারে প্রার্থনা করলাম যেন তিনি আমাকে তাদের ব্যাপারে কিয়ামতের দিন সুপারিশ করার অধিকার দেন। তিনি তাই করেছেন।
(বায়হাকী (র) 'আল-বাস' অধ্যায়ে হাদীসটি বর্ণনা করেছেন এবং এর সনদ সহীহ্ সাব্যস্ত করেছেন।
كتاب البعث
فصل فِي الشَّفَاعَة وَغَيرهَا
5529- وَعَن أم حَبِيبَة رَضِي الله عَنْهَا عَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم أَنه قَالَ أريت مَا تلقى أمتِي من بعدِي وَسَفك بَعضهم دِمَاء بعض فأحزنني وَسبق ذَلِك من الله عز وَجل كَمَا سبق فِي الْأُمَم قبلهم فَسَأَلته أَن يوليني فيهم شَفَاعَة يَوْم الْقِيَامَة فَفعل

رَوَاهُ الْبَيْهَقِيّ فِي الْبَعْث وَصحح إِسْنَاده
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ৫৫২৯ | মুসলিম বাংলা