আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২৫. অধ্যায়ঃ পুনরুত্থান ও কিয়ামাত

হাদীস নং: ৫৫২৮
অধ্যায়ঃ পুনরুত্থান ও কিয়ামাত
পরিচ্ছেদ: শাফা'আত ইত্যাদির বর্ণনা
হাফিয (র) বলেন, পুলসিরাতের আলোচনার পূর্বে শাফা'আতের আলোচনা করা উচিত ছিল। কেননা, সাধারণ শাফা'আতের অনুমতি প্রদানের পর পুলসিরাত কায়েম করা হবে। কিন্তু ঘটনাক্রমে এভাবে লিপিবদ্ধ করা হয়েছে।
৫৫২৮. হযরত আনাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, প্রত্যেক নবী এক আবেদন করেছেন। অথবা বলেছেন, প্রত্যেক নবীর একটি দু'আ ছিল, যা তিনি তাঁর উম্মতের জন্য করেছেন। এবং আমি একটি দু'আ সংরক্ষিত রেখেছি, তা হচ্ছে আমার উম্মাতের জন্য শাফা'আত।
(বুখারী ও মুসলিম (র) হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب البعث
فصل فِي الشَّفَاعَة وَغَيرهَا
قَالَ الْحَافِظ كَانَ الأولى أَن يقدم ذكر الشَّفَاعَة على ذكر الصِّرَاط لِأَن وضع الصِّرَاط مُتَأَخّر عَن الْإِذْن فِي الشَّفَاعَة الْعَامَّة من حَيْثُ هِيَ وَلَكِن هَكَذَا اتّفق الْإِمْلَاء وَالله الْمُسْتَعَان
5528- عَن أنس رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم كل نَبِي سَأَلَ سؤالا أَو قَالَ لكل نَبِي دَعْوَة قد دَعَاهَا لأمته وَإِنِّي اخْتَبَأْت دَعْوَتِي شَفَاعَة لأمتي

رَوَاهُ البُخَارِيّ وَمُسلم
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ৫৫২৮ | মুসলিম বাংলা