আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২৫. অধ্যায়ঃ পুনরুত্থান ও কিয়ামাত
হাদীস নং: ৫৫২৭
অধ্যায়ঃ পুনরুত্থান ও কিয়ামাত
পরিচ্ছেদ: হাওযে কাওসার, পাল্লা ও পুলসিরাত সম্পর্কে আলোচনা
৫৫২৭. হযরত আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, কিয়ামতের দিন নিজ পিতার সাথে এক ব্যক্তির সাক্ষাৎ হবে। তখন সে বলবে, পিতা: আমি আপনার কেমন পুত্র ছিলাম? পিতা বলবে, (তুমি আমার) উত্তম পুত্র ছিলে। তারপর বলবে, তুমি কি আজ আমার কথা রাখবে? সে বলবে, হ্যাঁ, পিতা বলবে, তুমি আমার লুঙ্গির খুঁট ধর।* সে তার লুঙ্গির খুঁটি ধরবে। এরপর সে চলতে চলতে আল্লাহ্ তা'আলার কাছে যাবে। তখন তিনি মানুষের সামনে আত্মপ্রকাশ করবেন। তিনি বলবেন, হে আমার বান্দা। তুমি জান্নাতের যে দরজা দিয়ে ইচ্ছা প্রবেশ কর। সে বলবে, প্রভু। আমার সাথে আমার পিতা রয়েছেন, তুমি আমাকে ওয়াদা দিয়েছ যে, তুমি আমাকে লাঞ্ছিত করবে না। রাসূলুল্লাহ (ﷺ) বলেন, তারপর আল্লাহ্ তা'আলা তার পিতাকে দুই সাপের আকৃতিতে রূপান্তরিত করে দেবেন এবং সে জাহান্নামে পড়ে যাবে এবং সে তার নাক ধরে রাখবে। তখন আল্লাহ্ তা'আলা বলবেন, হে আমার বান্দা। তোমার পিতা (জাহান্নামে) পড়ে গেছে? সে বলবে, না, তোমার সম্ভ্রমের কসম।
(হাকিম হাদীসটি বর্ণনা করে বলেন, হাদীসটি মুসলিমের শর্ত অনুযায়ী সহীহ। হাদীসটি বুখারীতেও বর্ণিত হয়েছে। তবে তিনি বলেছেন, "আপন পিতা আযরের সাথে ইবরাহীম (আ)-এর সাক্ষাৎ হবে।" তারপর কাহিনীটি পূর্ববৎ বর্ণনা করেছেন।)
*যাতে তুমি আমাকে টেনে জাহান্নাম থেকে বাঁচাতে পার।
(হাকিম হাদীসটি বর্ণনা করে বলেন, হাদীসটি মুসলিমের শর্ত অনুযায়ী সহীহ। হাদীসটি বুখারীতেও বর্ণিত হয়েছে। তবে তিনি বলেছেন, "আপন পিতা আযরের সাথে ইবরাহীম (আ)-এর সাক্ষাৎ হবে।" তারপর কাহিনীটি পূর্ববৎ বর্ণনা করেছেন।)
*যাতে তুমি আমাকে টেনে জাহান্নাম থেকে বাঁচাতে পার।
كتاب البعث
فصل فِي الْحَوْض وَالْمِيزَان والصراط
5527- وَعَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يلقى رجل أَبَاهُ يَوْم الْقِيَامَة فَيَقُول يَا أَبَت أَي ابْن كنت لَك فَيَقُول خير ابْن فَيَقُول هَل أَنْت مطيعي الْيَوْم فَيَقُول نعم فَيَقُول خُذ بأزرتي فَيَأْخُذ بأزرته ثمَّ ينْطَلق حَتَّى يَأْتِي الله تَعَالَى وَهُوَ يعرض بَين الْخلق فَيَقُول يَا عَبدِي ادخل من أَي أَبْوَاب الْجنَّة شِئْت فَيَقُول أَي رب وَأبي معي فَإنَّك وَعَدتنِي أَن لَا تخزيني
قَالَ فيمسخ الله أَبَاهُ ضبعا فَيهْوِي فِي النَّار فَيَأْخُذ بِأَنْفِهِ فَيَقُول الله يَا عَبدِي أَبوك هوى فَيَقُول لَا وَعزَّتك
رَوَاهُ الْحَاكِم وَقَالَ صَحِيح على شَرط مُسلم وَهُوَ فِي البُخَارِيّ إِلَّا أَنه قَالَ يلقى إِبْرَاهِيم أَبَاهُ آزر فَذكر الْقِصَّة بِنَحْوِهِ
قَالَ فيمسخ الله أَبَاهُ ضبعا فَيهْوِي فِي النَّار فَيَأْخُذ بِأَنْفِهِ فَيَقُول الله يَا عَبدِي أَبوك هوى فَيَقُول لَا وَعزَّتك
رَوَاهُ الْحَاكِم وَقَالَ صَحِيح على شَرط مُسلم وَهُوَ فِي البُخَارِيّ إِلَّا أَنه قَالَ يلقى إِبْرَاهِيم أَبَاهُ آزر فَذكر الْقِصَّة بِنَحْوِهِ